X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

নারী সংস্কার কমিশনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রকাশ্যে বিচারের দাবি মুফতি ফয়জুল করীমের

বাংলা ট্রিবিউন রিপোর্টা
২৬ এপ্রিল ২০২৫, ১৮:০৩আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:০৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নারী সংস্কার কমিশনের প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে। যেন ভবিষ্যতে কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পান।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ভারতে ওয়াকফ আইনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ‘নারী সংস্কার কমিশন’ বাতিলের দাবিতে গণমিছিল পূর্ব-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ যৌথ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। সমাবেশের পর গণমিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

সৈয়দ ফয়জুল করীম বলেন,  নারী সংস্কার কমিশনের নামে ইসলাম অবমাননার এই প্রস্তাব মানা তো দূরের কথা, এ প্রস্তাব দেওয়ার সাহস কোথায় পেয়েছে, সরকারের কাছে জানতে চাই।

তিনি বলেন, সংস্কারের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন। সরকার যাতে এর জন্য বেশি সময় পায়, আমরা সে সুযোগ দিয়েছি। অথচ মনে হচ্ছে, সরকারের ‘সুখে থাকতে ভূতে কিলায়’।

 তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, এ দেশের মানুষ ধর্মের বিরুদ্ধে কোনও কিছু মেনে নেবে না। ধর্মের বিপক্ষে গিয়ে মানুষের পুরো শরীরকে স্বর্ণ দিয়ে বাঁধাই করে দিলেও এ দেশের মানুষ মানবে না। শেখ হাসিনা মেট্রোরেল ও পদ্মাসেতু করলেও তার কথা মানুষ মনে আনে না। তাই এ বিষয়ে সাবধান হয়ে যান। তিনি বলেন, আমরা আপনার প্রশংসা করি বলে অন্যায় করলে বদনাম করতেও সময় নেবো না।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ড. ইউনূসকে একবার বলেছিলাম— কোনও অবস্থাতেই পাশ্চাত্য সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, এমনটি কখনও হবে না। অথচ আজকে আমাদের মা-বোনদের পতিতা ও পুরুষদের চরিত্রহীন বানাতে চান। তাই পতিতা শব্দের পরিবর্তে যৌনকর্মীদের শ্রমিক বলার প্রস্তাব দেওয়া হয়েছে।

আমরা মনে করি, খারাপ শব্দগুলোর পরিবর্তে ভালো শব্দ লাগিয়ে নারীদের খারাপ কাজে লিপ্ত করতে চায় কমিশন। চোরকে চোর ও ধর্ষককে ধর্ষক কেন বলা হয়? যেন মানুষ এ খারাপ কাজগুলো করতে না পারে। আর সরকার খারাপ কাজগুলো ভালো শব্দে প্রয়োগ করে মানুষকে খারাপ বানানোর চক্রান্ত করছে। এটা এক ধরনের শয়তানি। তিনি নারী সংস্কার কমিশনের তীব্র সমালোচনা করেন। বলেন, ইউনূস সরকারে আশাপাশে যারা আছে, সবগুলোর সঙ্গে ভারতের যোগাযোগ আছে।

ফয়জুল করীম ভারতে ওয়াকফ আইন পুরোপুরি বাতিলের দাবি জানান।

মার্চ ফর ঢাকাকর্মসূচি

ফয়জুল করীম বলেন, দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। অনেকে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমরা বলি, আগে সংষ্কার তারপর নির্বাচন। আগে সংস্কার না নির্বাচন হবে— এ নিয়ে আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেবো। বিষয়টি জনগণই পর্যালোচনা করবে। সংস্কারবিহীন প্রহসনের নির্বাচন জনগণ মানবে না। তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র যুগ্মসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন কাসেমী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, ঢাকা বিভাগীয় নেতা দেলোয়ার হোসাইন সাকী, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী, ইসলামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হানিফ মিয়া, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ইদক অ্যাডভোকেট আব্দুল হানিফ মিয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহাদাৎ হোসেন প্রধানিয়া, ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হান্নান বিন মোশাররফ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুনতাসীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু বকর সিদ্দিক।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউনুস আহমাদ ইসলামের বিরুদ্ধে অবস্থান না নিতে সরকারকে আহ্বান জানান। তিনি ভারতে ওয়াকফ আইন করে মুসলিম নির্যাতনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন সম্ভব’
‘নারী সংস্কার কমিশন নিয়ে অপব্যাখ্যা ও উন্মাদনা ছড়ানো হচ্ছে’
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
সর্বশেষ খবর
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
দেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানদেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন