বিভিন্ন দাবিতে শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে মিছিল করবে ইসলামী আন্দোলন। মিছিলটি বড়ভাবে আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) প্রস্তুতি সভাও করেছেন দলটির নেতারা। শনিবার বিকাল ৩টায় বায়তুল মোকাররম এলাকায় মিছিলটি শুরু হবে।
নেতারা জানান, ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে মিছিল করবে ইসলামী আন্দোলন।
নগর সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, আলতাফ হোসাইন, আনোয়ার হোসাইন প্রমুখ।