বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘কয়েকটি ক্ষেত্রে সরকারের দৃশ্যমান কিছু সাফল্যের পরও মানুষের প্রত্যাশা ইতোমধ্যে ফিকে হতে শুরু করেছে। নির্বাচন নিয়ে ধোঁয়াশার পাশাপাশি গণঅভ্যুত্থানের পর থেকে ক্রমে এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তৃতি ঘটছে।’
শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী সাংগঠনিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
সাইফুল হক আরও বলেন, ‘খুন রাহাজানি, সংঘাত, সহিংসতা থামছে না। জবরদস্তি, জবরদখল, মাস্তানি, চাঁদাবাজি উদ্বেগজনক হারে বাড়ছে। সামাজিক নিরাপত্তা এখনও বড় ঝুঁকির মধ্যে রয়েছে। শ্রমজীবী মেহনতি মানুষের জীবন-জীবিকা নানা দিক থেকে হুমকির মুখে।’
আর্থিক খাতে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে গঠিত শ্বেতপত্র কমিশন ছয় মাস আগে ‘রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে লুটপাট ও দুর্নীতির রোমহষর্ক রিপোর্ট’ জমা দিলেও এ ব্যাপারে সরকারের দিক থেকে কোনও উদ্যোগ এখনও দেখা যায়নি বলেও অভিযোগ করেন সাইফুল হক। তিনি বলেন, ‘আমাদের বহুত্ববাদী সমাজে নতুন কোনও ফ্যাসিবাদী তৎপরতাকে প্রশ্রয় দেওয়া যাবে না।‘
দেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে এখন জাতীয় সমঝোতা গড়ে তোলার এক অসাধারণ সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন এই বাম নেতা। তার মতে, জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারের প্রশ্নে ন্যুনতম জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে অগ্রসর হলে দেশের গণতান্ত্রিক উত্তরণ সহজতর হবে। এই ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলসহ সব অংশীজনের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের সাড়ে আট মাস পার হলেও এখনও অনাকাঙ্ক্ষিতভাবে জাতীয় নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও বিতর্ক দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত থাকলে এই বছরের মধ্যেই, এমনকি ডিসেম্বরের আগেও দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের শুরুতে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের শহীদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনজিদা খাতুন পার্টির কেন্দ্রীয় নেতা এপোলো জামালী, গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহত ৬০ হাজার নারী পুরুষ, শিশু, সম্প্রতি কাশ্মীরে নিহত পর্যটকসহ বিশ্বব্যাপী আগ্রাসন ও দখলদারত্বের কারণে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে সাধারণ সম্পাদকের রাজনৈতিক রিপোর্টের উপর আলোচনা করেন, শহীদুল আলম নান্নু, মাহবুবুল করিম টিপু, খলিলুর রহমান খলিল, আসাদুল ইসলাম আজাদ, আবদুর রউফ, নির্মল বড়ুয়া মিলন,আউয়াল মাহমুদ, সাবিনা ইয়াসমিন, শাহজাহান সিকদার, শমর আলী, মুনসুর রহমান, ডা. মৃদুল বড়ুয়া, আবদুল হাকিম, শিউলি বেগম, জামাল সিকদার, ইউসুফ হাসান, তিতাস সরকার, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মাহমুদ হোসেন প্রমুখ।
বিকালের অধিবেশনে পার্টির সংগঠন সংক্রান্ত রিপোর্ট উপস্থিত করেন সংগঠন বিভাগের ইনচার্জ আকবর খান।