নবগঠিত জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে তাকে ৭০টি মামলার ভয় দেখায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতর (ডিজিএফআই)। তাই তিনিসহ অনেক রাজনৈতিক নেতা সেই ভোটে অংশ নেন। তিনি বলেন, ২০২৪ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে যারা ১৮ সালে অংশ নিয়েছেন তারাও অপরাধী।’
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শওকত মাহমুদ বলেন, ‘জাতীয় ইনসাফ কায়েম কমিটি’র মাধ্যমে গণঅভ্যুত্থান করার প্রস্তাব দেওয়ায় বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়। বিএনপির কোনও কোনও নেতা এটাকে দলের হাইকমান্ডের কাছে ভুলভাবে উপস্থাপন করে। পরে শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ঠিকই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। আমরাও চেয়েছিলাম, অরাজনৈতিক ব্যানারে সরকার পতন আন্দোলন করতে।
বিএনপির সাবেক এই ভাইসচেয়ারম্যান বলেন, বিএনপির সঙ্গে কিছু পার্থক্য থাকলেও অনেক কিছুতেই মিল রয়েছে নতুন দল জনতা পার্টি বাংলাদেশের। নতুন দল কোনও রাজনৈতিক সুবিধার জন্য তৈরি হয়নি। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য।