X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

আ.লীগকে নিষিদ্ধ করতে কোনও আইনের প্রয়োজন নেই: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ২১:০১আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২১:৪৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনও আইনের প্রয়োজন নেই। কারণ জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতন আইন মেনে হয়নি। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভূমিকায় ফ্যাসিস্ট এ দলটিকে নিষিদ্ধ করা সম্ভব।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৃহত্তর শাহবাগ জোনের উদ্যোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণহত্যার বিচার দাবিতে আয়োজিত প্রতিবাদী মশাল মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলে মতিঝিল, রমনা, পল্টন ও শাহবাগ এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন নিজাম, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় নেতা অরণ্য দূতি চৌধুরী, দক্ষিণ অঞ্চলের সংগঠক আতাউল্লাহ, ফয়সাল আহমেদ শান্ত, দক্ষিণ অঞ্চলের যুগ্ম সংগঠক জাকির হোসেন, পল্টন থানার প্রতিনিধি শিবলী নোমান ও শাহবাগ থানার প্রতিনিধি ফখরুল ইসলাম।

মাহবুব আলম প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ এখনও কীভাবে মিছিল করতে পারে? এ নিয়ে অবশ্যই প্রশাসনের দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, নির্বাচন আমরাও চাই। তবে তার আগে সংস্কার সম্পন্ন করতে হবে। অন্যথায়, আগের মতো পেশিশক্তির ভোট হবে। জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।

আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি ঢাকার অলিগলিতে থাকবে। কোনোভাবেই খুনিদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনে এনসিপির নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। জনগণের ভোটে সরকার গঠন করবে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে হবে। তাহলে বুঝবো, পুলিশ প্রশাসন ফ্যাসিবাদের বিপক্ষে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কুয়েটের ভিসিকে না সরালে কুয়েট অভিমুখে লংমার্চ করা হবে।

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগ নিয়ে সরকার নতজানু আচরণ করছে। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করছে। তারেক রহমানকে স্পষ্ট করতে হবে—আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান কিনা। এ ব্যাপারে কোনও টালবাহানা চলবে না।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী আহত
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’