X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১৭:৩৬আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৭:৩৬

বাংলাদেশকে পাঁচটি রাজ্যে বিভক্ত করে পাঁচটি রাজ্য সরকার ও একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত করা এবং সব নাগরিক সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে এক সংগঠন। 

সোমবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে দাবিগুলো উপস্থাপন করেন সংগঠনের সভাপতি সুকৃতি কুমার মন্ডল। তিনি বলেন, দেশের সব নাগরিকের সমমর্যাদা ও সমঅধিকার এবং সুশাসন ও ন্যায়বিচার ভোগের নিশ্চয়তা দেওয়া হয়েছিল সংবিধানে। কিন্তু প্রায় সব ক্ষেত্রে রাষ্ট্র চলেছে উল্টো পথে। এ দেশে সাম্প্রদায়িকতা সমাজের সর্বত্র পাল্লা দিয়ে বেড়েছে।

তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তন, নির্বাচন কিংবা অস্থিরতার সময়ে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারের গতি তীব্রতা পেয়ে আসছে। বিএমজেপির মূল লক্ষ্য হলো, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা।

বিএমজেপি অন্য দাবিগুলো হলো– অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ আদর্শ প্রতিষ্ঠা করা; সর্বস্তরের দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা; জাতীয় শিক্ষাক্রমের সব পর্যায়ে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থাসহ অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনশীল পাঠ্যপুস্তক প্রণয়ন ও পাঠদানের ব্যবস্থা কার্যকর করা এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, পাহাড়ি ও সমতলের আদিবাসী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।

এ সময় আরও ছিলেন– সংগঠনের মহাসচিব দিলীপ দাস, যুগ্ম মহাসচিব ডা. ফয়জুর রহমান, নির্বাহী সদস্য তারেক চন্দ্র রায় প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনার দাবি কায়সার কামালের
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনার দাবি কায়সার কামালের
টেকনাফে অপহরণকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, একজন গুলিবিদ্ধ
টেকনাফে অপহরণকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, একজন গুলিবিদ্ধ
বাংলাদেশেও অনার্স বোর্ড রাখার দাবি মিরাজের
বাংলাদেশেও অনার্স বোর্ড রাখার দাবি মিরাজের
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক