X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

দলীয় প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ

মহসীন কবির
০৮ এপ্রিল ২০২৫, ১০:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:১৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির কথা জানিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। দলটি জানিয়েছে, তারা ৩০০ আসনে প্রার্থিতা করার চিন্তা করছে। ইতোমধ্যে সম্ভাব্য ১০টি আসনে প্রাথমিক প্রার্থীদের নাম জানিয়েছে গণঅধিকার। পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও প্রকাশ করবে দলটি।

তবে যুগপৎ আন্দোলনের নেতৃত্বদানকারী বিএনপি বা অন্য কোনও দলের সঙ্গে আসন সমঝোতা হবে কিনা—এখনই এ সম্পর্কে বলতে নারাজ গণঅধিকারের নেতারা।

গণঅধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন নিয়ে তাদের তিন ধরনের প্রস্তুতি রয়েছে। এক. দলীয়ভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা, দুই. বিগত দিনে রাজপথের সঙ্গী বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া এবং তিন. ফ্যাসিস্টবিরোধী অন্যান্য দলের সঙ্গেও নতুন মেরুকরণে যোগ দিতে পারে গণঅধিকার পরিষদ।

তিনি বলেন, ‘আমরা যেই ফরমেটেই  নির্বাচনে অংশগ্রহণ করি, আমাদের প্রতীক হবে ট্রাক।’

শহিদুল ইসলাম আরও বলেন, ৩০০ আসনেই আমাদের দলীয় প্রার্থী বাছাই করা আছে। সে লক্ষ্যে প্রতিটি আসনেই সম্ভাব্য প্রার্থীরা কাজ করছেন। গত ২৩ মার্চ থেকে ধারাবাহিকভাবে তাদের নামের তালিকা প্রকাশের কথা ছিল। তবে কৌশলগত কারণে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের ১০ আসনের বাইরে অন্য কোনও প্রার্থীর নাম গণমাধ্যমে প্রকাশ না করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

‘৩৬ জুলাইয়ের স্পিরিট’ ধারণ করে অচিরেই প্রথম দফায় ৩৬ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে ১০ আসনের সম্ভাব্য প্রার্থী যারা

গণঅধিকার পরিষদের ১০টি আসনের সম্ভাব্য প্রার্থীই দলের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন। এর মধ্যে দলের সভাপতি ও ডাকসুর ভিপি নুরুল হক নূর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এবং সাধারণ সম্পাদক রাশেদ খান অনেক আগে থেকেই ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ড) আসনে প্রচারণা চালাচ্ছেন।

বাকি আটটি আসনের মধ্যে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর, রানীশংকইল) আসনে সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, কুড়িগ্রাম-৩ (উলিপুর) উচ্চতর পরিষদ সদস্য নূরে এরশাদ সিদ্দিকী, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) খালিদ হাসান এবং পটুয়াখালী-১ (সদর, দুমকী ও দশমিনা) আসনের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম।

নাম প্রকাশ না করার শর্তে গণঅধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতা জানান, বিগত দিনের আন্দোলনে ভূমিকা ও ত্যাগের মূল্যায়ন হিসেবে দলের সভাপতি ও ডাকসুর ভিপি নুরুল হক নূর পটুয়াখালী (গলাচিপা-দশমিনা) এবং সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ড) আসনে বিএনপির সমর্থন পেতে পারেন।

২০২৪ সালের ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি চিঠিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬ নেতার সংসদীয় এলাকায় কর্মকাণ্ডে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশনা দেয় বিএনপি। এর মধ্যে পটুয়াখালী-৩ গণঅধিকার পরিষদের সভাপতি নূর ও ঝিনাইদহ-২ আসনে রয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান। অবশ্য এই চিঠিই গ্রিন সিগন্যাল কিনা সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি বিএনপি।

জানতে চাইলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘নির্বাচন তো বহু দূর। আদৌ নির্বাচন হয় কিনা সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তারপরও আমরা আমাদের নিজস্ব আঙ্গিকে প্রস্তুতি নিয়ে রেখেছি। বিএনপি বা অন্য কোনো দলের সাথে এখন পর্যন্ত কোনও ধরনের সমঝোতা হয়নি। তবে বিগত দিনে রাজপথের আন্দোলনে থাকা দলগুলোর সাথে সুসম্পর্ক রয়েছে।

তিনি মনে করেন, গণঅধিকার পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকের আসনে দলীয় কর্মকাণ্ডে বাধাগ্রস্ত না করতে বিএনপি নেতাকর্মীদের যে চিঠি দিয়েছে, তা গ্রিন সিগন্যাল কিনা, তা বলার সময় এখনও হয়নি। আমরা আমাদের ট্রাক প্রতীক সামনে রেখেই ৩০০ আসনে কাজ করছি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন থেকে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথমে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এই আন্দোলনের ব্যানারে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। ২০২১ সালের ২৬ অক্টোবর গণঅধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন হয়। শুরুতে এর আহ্বায়ক প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব হন ভিপি নুরুল হক নূর। তবে ২০২৩ সালের জুনে বিভিন্ন মতবিরোধে একে অপরকে পাল্টাপাল্টি অব্যাহতি দেন রেজা-নূর। পরে রেজা কিবরিয়া একই নামে আরেকটি দল গঠন করেন। অবশ্য কয়েক মাস আগে সেখান থেকেও পদত্যাগ করেন রেজা। আর ২০২৩ সালের ১০ জুলাই মূল অংশটির কাউন্সিলে সভাপতি পদে ভিপি নূর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাশেদ খান।

জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে গণঅধিকার পরিষদ।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জামায়াত আমিরআগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়
জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
নির্বাচন কোনও অবস্থাতেই জুন থেকে পেছাবে না: আসিফ নজরুল
সর্বশেষ খবর
রোমাঞ্চকর ড্রয়ে বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে ইন্টার
রোমাঞ্চকর ড্রয়ে বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে ইন্টার
রিয়ালকে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে আর্সেনাল
রিয়ালকে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে আর্সেনাল
ঐতিহাসিক ১৭ এপ্রিল দিবস উপলক্ষে প্রস্তুত মুজিবনগর
ঐতিহাসিক ১৭ এপ্রিল দিবস উপলক্ষে প্রস্তুত মুজিবনগর
স্টার্কের দারুণ বোলিংয়ে সুপার ওভারে রাজস্থানকে হারালো দিল্লি
স্টার্কের দারুণ বোলিংয়ে সুপার ওভারে রাজস্থানকে হারালো দিল্লি
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক