বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (রাহ.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর কামরাঙ্গীরচর নিজ মাদ্রাসা জামেয়া নুরিয়ায় শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামি দলগুলোর নেতারা।
এক শোক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (রাহ.) আজীবন ইসলামী রাজনীতি, সমাজসেবা ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যু মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি।’
দলের মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন দ্বীনি শিক্ষা, ইসলামী আন্দোলন ও দাওয়াতের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তার প্রতিটি কাজ ইসলামের প্রচার ও প্রসারের জন্য উৎসর্গিত ছিল।
নিবন্ধিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এক শোক বিবৃতিতে বলেন, ‘মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর বিদায় মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মরহুম হয়ে যাওয়াতে একটি অধ্যায়ের অবসান ঘটল।’
মাওলানা আতাউল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি বলেন, ‘মাওলানা আতাউল্লাহর মৃত্যুতে মূলধারার ইসলামি একজন নেতার শূন্যতা তৈরি হলো। মধ্যপন্থী ইসলামি রাজনীতিক হিসেবে তিনি সব সময় স্মরণীয় থাকবেন।’
খেলাফত আন্দোলনের আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রূহের মাগফিরাত কামনা করেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার।