বাংলাদেশ ছাত্রর অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়। তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ধারণ করে না। এই বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোনও অধিকার নাই।
শনিবার (২২ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টার ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই’ বক্তব্যের নিন্দা জানান।
বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দুই হাজারেরও বেশি মানুষকে খুন করতে পারে, সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য দুই লাখেরও বেশি আমাদের বিপ্লবি ভাই-বোনদের খুন করতে, ঘাড় থেকে মাথা আলাদা করতে ন্যূনতম কুণ্ঠা বোধ করবে না।’
তিনি বলেন, ‘একটা গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উসকে দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষকে স্পষ্টভাবে বলবো, আপনাদের যদি কেউ অন্ধকারে ঢিল মারতে বলে আপনারা ঢিল মারবেন না। কারণ অন্ধকারে ঢিল মেরে অনেকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। আমরা দেখেছি, একজন সমন্বয়ক নেতা সরাসরি স্টাটাস দিয়েছেন। আমি বাংলার কোটি কোটি মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা দেখেছেন– এ রকম কোনও বৈঠক হয়েছে? কোনও প্রমাণ আছে? তাহলে কেন আমরা বিশ্বাস রাখবো? কারো পোস্টকে কেন্দ্র করে দেশের জনগণকে অন্ধকারে ঢিল মারতে বলা হলে আমরা সেটাকে সমর্থন করতে পারি না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রান্তিলগ্নে যেভাবে সেনাবাহিনী দেশ ও জনগণের পক্ষে ছিল আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, বর্তমান সময় এবং ভবিষ্যতেও আপনার জনগণের পক্ষে থাকবেন। গণহত্যাকারীদরে পক্ষ আপনারা নেবেন না। রাজনীতি কারা করবে, নির্বাচন কারা করবে, নির্বাচন কবে হবে এগুলো ঠিক করার দায়িত্ব ক্যান্টনমেন্টের নয়। আমরা ক্যান্টনমেন্টের কোনও প্রতিনিধির কাছ থেকে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে এ রকম কোনও বক্তব্য পাই নাই। সুতরাং কেন আমরা তাদের দিকে আঙুল তুলবো।’