দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলেও অন্তর্বর্তী সরকার গভীর ঘুমে আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দ্রুত জেগে ওঠেন, না হলে পরিস্থিতি সামাল দিতে পারবেন না।’
শনিবার (১৫ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। এর আগে খুন, ধর্ষণের বিচারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণফোরাম। এতে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী অংশ নেন।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘একটি মহল দেশকে বিরাজনীতি করণের অপচেষ্টা চালাচ্ছে। আমাদের মা-বোনদের ওপর প্রতিনিয়ত নির্যাতন করছে। খুন ও ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। নারীদের অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। কিন্ত রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। উল্টো তাদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করা হচ্ছে। তারা কোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। এ ধরনের অপসংস্কৃতি যদি আগের মতো আবার চালু হয়, তাহলে বাংলাদেশের অবস্থা হবে ভয়াবহ।
আজ নতুন নতুন স্লোগান দিয়ে আমাদের আবারও বিভাজিত করার চেষ্টা চলছে। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে বাংলাদেশকে পেছনে ঠেলে দিতে পারি না। এখানে কোনও অন্যায় আবদার প্রশ্রয় দেওয়া হবে না।’ অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে তিনি সরকারকে আহ্বান জানান। প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীকে নিরাপত্তা দেওয়ার দাবিও জানান তিনি।