X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

‘নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে সরকার দৃশ্যমান কোনও ব্যবস্থা নেয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১২:৪৭আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১২:৪৭

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও সারা দেশে নারীরা প্রতিনিয়ত নিপীড়ন ও হেনস্তার শিকার হচ্ছে। কিন্তু সরকার দৃশ্যমান কোনও ব্যবস্থা নিচ্ছে না। এসি রুমে বসে মিষ্টি মিষ্টি কথা বলে দায় এড়াতে চাচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় রাজধানীর পল্টন মোড়ে র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সিপিবির কেন্দ্রীয় নারী সেলের উদ্যোগে এই আয়োজন করা হয়।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘২৪ এর আন্দোলনে আমাদের নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। সর্বত্রই নিজেদের যোগ্যতা দিয়ে দেশের প্রতি ভূমিকা রাখছে নারীরা। কিন্তু উগ্র, সাম্প্রদায়িক শক্তি সব সময় নারীদের প্রতি ন্যাক্কারজনক আচরণ করছে। কর্মক্ষেত্রে নারীদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।’

বর্তমান সরকার সব ক্ষেত্রেই মিনমিন করে কথা বলছে মন্তব্য করে তিনি বলেন, ‘নিজেরা নিজেরা বিভিন্ন সংস্কার কমিটি গঠন করেছে। কিন্তু এতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি।’ তিনি নিজেদের অধিকার আদায়ে নারী সমাজকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।

অন্যান্য বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত সর্বত্রই নারীকে হেনস্তা করা হচ্ছে। উগ্রপন্থি, মৌলবাদী শক্তির দ্বারা প্রতিনিয়ত মবের শিকার হচ্ছে নারীরা। সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বললেও নারীপাচার বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে বৃদ্ধারা।

সিপিবি নারী সেলের সভাপতি কমরেড লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য লাকি আক্তারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন– সিপিবির সহ-সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কোষাধ্যক্ষ কমরেড ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মাকসুদা আক্তার লাইলী প্রমুখ।

/এমকে/আরকে/
সম্পর্কিত
নারীর ‘জৈবিক’ সংজ্ঞাকে সমর্থন জানালো ব্রিটিশ সুপ্রিম কোর্ট
নিরাপত্তা শঙ্কায় হেনস্তার শিকার নারী সাংবাদিকের জিডি
নারী সাংবাদিককে হেনস্তার মামলায় ৩ জন কারাগারে
সর্বশেষ খবর
পুকুরে ডুবে দুই রোহিঙ্গার শিশুর মৃত্যু
পুকুরে ডুবে দুই রোহিঙ্গার শিশুর মৃত্যু
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলায় নিহত ৭৪: হুথিদের দাবি
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলায় নিহত ৭৪: হুথিদের দাবি
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৫ বছর বাড়ানোর দাবিতে টিএসসিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৫ বছর বাড়ানোর দাবিতে টিএসসিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি
উন্নয়নশীল বিশ্বে ‘উদ্যোক্তা রাষ্ট্র’ মডেল কেন গুরুত্বপূর্ণ?
উন্নয়নশীল বিশ্বে ‘উদ্যোক্তা রাষ্ট্র’ মডেল কেন গুরুত্বপূর্ণ?
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর