জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর নতুন করে ভ্যাট বসিয়ে বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের দেখানো পথেই হাঁটছে। এতে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে সরকার।
রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেএসডি ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, কেবল সরকার বদলের জন্য নয়। সামগ্রিক রাজনীতি ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু আন্দোলনের অগ্রসৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়া, জনগণের পকেট কাটতে ভ্যাট বসানো, আইনশৃঙ্খলা এখনও নিয়ন্ত্রণে না আসায় জনমনে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন দেখা দেওয়া অস্বাভাবিক নয়।’
তিনি দাবি করেন, আগের রেখে যাওয়া ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। সরকারকে আরও সতর্ক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জেএসডি নেতাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, আমরা অতিতে ক্ষমতা পালাবদল দেখেছি, এবার ক্ষমতার রূপান্তর দেখতে চাই। কিন্তু সরকারের নানা পদক্ষেপ সেই সম্ভাবনাকে ক্ষীণ করছে। আমরা চাই, জনমতের ওপর গড়ে ওঠা সরকার জনগণের পাশেই থাকুক।
মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, দফতর সম্পাদক কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।