X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

‘সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’

ঢাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ১৯:৩০আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৯:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলসহ সারাদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আগে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের চার দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ক্যাম্পাস, ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন প্রসঙ্গে’ সংগঠনটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ এ দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলন মুক্তা বাড়ৈ বলেন, জুলাই আন্দোলনকালে ১৫ এবং ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় শত শত শিক্ষার্থী আহত হয়। সেই হামলার বিচারের কোনও জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে না। হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অনেকেই বিভিন্নভাবে পুনর্বাসিত হচ্ছে। এ পরিস্থিতিতে ডাকসুসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আন্দোলনের মুখে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়। আমরা সেই সময় বলেছিলাম হলগুলোতে সহাবস্থান নিশ্চিত না করে, গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ ব্যতিরেকে নির্বাচন আয়োজন করলে সেই ডাকসু শিক্ষা শিক্ষার্থীদের স্বার্থকে প্রতিনিধিত্ব করবে না। বরং তা হবে নিপীড়নের নতুন হাতিয়ার। আমাদের অনুমানকে সত্য প্রমাণিত করে প্রশাসনের যোগসাজশে নজিরবিহীন ভোট কারচুপির দৃষ্টান্ত স্থাপন করেছিল তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ।

সংবাদ সম্মেলন তিনি বলেন, খুব সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গৃহীত যানবাহন ও জনসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিয়েছে। ক্যাম্পাস এলাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ করা, যানবাহনের গতি মনিটরিং করা ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। রাষ্ট্রের সার্বিক পরিকল্পনা ও আয়োজনের ঘাটতি-ত্রুটি আড়ালে রেখে সব ধরনের যানবাহন চলাচলের ওপর এবং জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার এই চটকদারি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় ও জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।

এ সময় চার দফা দাবি করা হয়। দাবিগুলো হলো—

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসহ সারাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

২. হল-ক্যাম্পাসে সব গণতান্ত্রিক ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান, রাজনৈতিক আদর্শিক বক্তব্য প্রচার ও প্রকাশের অবাধ পরিবেশ তৈরি করতে হবে। 

৩. গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ পূর্বক ডাকসুসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। 

৪. জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে।

এ সময় সংগঠন সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সোহাইল আহমদ শুভসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির সঙ্গে বৈঠকডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি সিপিবি ও বাসদের
বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক
শ্রমিক নেতা সেলিম মাহমুদসহ গ্রেফতার শ্রমিকদের মুক্তির দাবি
সর্বশেষ খবর
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক