“গত দু’দিন যাবৎ প্রথম আলো অফিসের সামনে ‘জেয়াফতের নামে বিক্ষোভ, গরু জবাই’ ইত্যাদি প্রতীকী কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতার প্রতি এক ধরণের হুমকি। পত্রিকার বিশেষ কোনও সংবাদের বিরোধিতার বহু রূপই আছে যা গণতান্ত্রিকভাবে সর্বজনীন। কিন্তু সেই পথ অবলম্বন না করে বিশেষ ট্যাগ লাগিয়ে যেভাবে বিরোধিতার ধরণ প্রকাশ করা হচ্ছে তাতে গণমাধ্যমের সংস্কৃতির ওপর আঘাত করা হচ্ছে, প্রকারান্তরে জনগণের মতপ্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ করা হচ্ছে।”
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এসব বক্তব্য উপস্থাপন করেন।
‘ইতোমধ্যে রাজশাহী প্রথম আলো ব্যুরো অফিস ভাঙচুর করা হয়েছে যা কোনভাবেই কাম্য নয়। আমরা আশা করবো, দেশের সংকটময় মুহূর্তে এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।’ তারা বলেন।