X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

কীভাবে তাড়াতাড়ি ক্ষমতা দিয়ে দিতে পারবেন সেটা করেন: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪, ২০:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০:৪৭

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আপনি যতদিন আছেন ততদিন আপনার প্রধান কাজ হচ্ছে একটা ভালো নির্বাচন দেওয়া। একটা ভালো নির্বাচন করলে ড. ইউনূস আরও বড় হবে। কিন্তু নির্বাচনটা যদি ঠিকভাবে দিতে না পারেন তাহলে মানুষ ভাববে আপনি নোবেল পেতে পারেন, কিন্তু রাজনীতির কিচ্ছু জানেন না।

তিনি আরও বলেন, এই দেশ গড়ার পথে যে সহযোগিতা লাগে আমরা দেবো। কিন্তু আপনাদের এটা বলতে হবে আপনারা এই দেশটা বদলাবেন, নতুন বাংলাদেশ গড়বেন সেটা কীভাবে? ড. ইউনূস প্রধান উপদেষ্টা পদের জন্য খুব একটা লোভী নন। তাহলে উনি এখানে থাকবার চেষ্টা করবেন এটা আমি বিশ্বাস করি না। কীভাবে তাড়াতাড়ি ক্ষমতাটা দিয়ে দিতে পারবেন সেটা করেন।

রবিবার (২০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘জাতীয় নির্বাচন-নাগরিক ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, এই সরকারকে আমরা নিরঙ্কুশ সমর্থন করছি না। শর্তসাপেক্ষ সমর্থন দিচ্ছি। কিন্তু শর্তের মধ্যে তাদের আটকে ফেলছি না। আপনি কাজ করতে থাকেন। কিন্তু আপনাকে বলতে হবে আপনি কি অনির্দিষ্ট ক্ষমতায় থাকবেন?  কতদিন থাকবেন?  ড. আসিফ নজরুল বলেছেন আগামী বছরের মধ্যে নির্বাচন দেওয়া যাবে। তবে শেষ কথাটা কিন্তু ড. ইউনূস বলবেন। আসিফ নজরুল যেটা বললো সেটাই হবে নাকি অন্য কোনও কথা আছে? জবাব দিতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা এ সরকারকে সমর্থন দিয়েছি ভালো কাজ করার জন্য। একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যেখানে যা সংস্কার করা দরকার করতে হবে। তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। রাজনৈতিক নির্বাচিত সরকার ছাড়া কোনও ভালো কাজ এগিয়ে নেওয়া যাবে বলে আমার মনে হয় না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যে কোনও সময় বাজারের আগুন রাজপথে ছড়িয়ে যেতে পারে। স্বৈরতন্ত্র বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু হাসিনা মানুষকে বিপদে ফেলে গেছে। আওয়ামী সিন্ডিকেট এখনও বাজার নিয়ন্ত্রণ করছে। আমরা আর এই সরকারের অজুহাত শুনতে চাই না। বাজার নিয়ন্ত্রণ করতে নাপারলে মানুষ আপনাদের কোনও কথা শুনবে না।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাষানী পরিষদের আহ্বায়ক বাবলু, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানদেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বিজিএমইএ’র নির্বাচনসম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেলের মনোনয়নপত্র জমা, স্বতন্ত্র ৬ প্রার্থী
সর্বশেষ খবর
নেপালে ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক কায়সার হামিদ হান্নান
নেপালে ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক কায়সার হামিদ হান্নান
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
বগুড়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
বগুড়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আলাদা সংঘর্ষে ২ সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আলাদা সংঘর্ষে ২ সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন