ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে দলটির উভয় অংশ একসঙ্গে অনুষ্ঠান করবে। সেখানে বক্তব্য দেবেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে বাংলা ট্রিবিউনকে গণফোরামে (একাংশ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা এক হয়ে যাচ্ছি। কাল প্রোগ্রাম।’
তিনি জানান, বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের উভয় অংশের সম্মিলিত প্রোগ্রাম হবে।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার ২৭ বছর পর ২০২০ সালের সেপ্টেম্বরে দুই ভাগ হয় গণফোরাম। ওই সময় দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ সিনিয়র নেতারা কামাল হোসেনের নেতৃত্ব থেকে বেরিয়ে আসেন এবং নতুন কাউন্সিলের ডেট ঘোষণা করেন। এরপর থেকে তারা আলাদাভাবে দল পরিচালনা করছিলেন। মতিঝিলের ইডেনে কেন্দ্রীয় কার্যালয়টি তারা ব্যবহার করেন।
অপরদিকে কামাল হোসেনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হন কিছু নেতা। ড. রেজা কিবরিয়াকে কেন্দ্র করে দল ভাগ হলেও শেষ পর্যন্ত তিনিও গণফোরামে থাকেননি। যোগ দিয়েছিলেন গণঅধিকার পরিষদে।
২০২৩ সালের ২৭ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে বিশেষ কাউন্সিলে নতুন সভাপতি হিসেবে মফিজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান দায়িত্ব পান। ওই কাউন্সিলের কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি হিসেবে দলের নেতৃত্বে রাখা হয়।
আরও পড়ুন:
ভাঙছে গণফোরাম, ঠেকাতে পারছেন না ড. কামাল
গণফোরামের কমিটি ভেঙে দিলেন ড. কামাল
গণফোরামে পাল্টাপাল্টি বহিষ্কার
গণফোরামের চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার