X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১

মুক্তি পেলেন মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৪, ১১:৪৮আপডেট : ০৩ মে ২০২৪, ১৫:৫১

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক মুক্তি পেয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ১১টার কিছু আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সকাল সাড়ে ১১টার দিকে শায়খুল হাদিস পরিষদের প্রচার সম্পাদক আল আবিদ শাকির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাও খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার হয়েছিলেন মামুনুল হক। তিনি হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব।

বৃহস্পতিবার রাতে তার মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এ দিন তাকে মুক্তি দেয়নি প্রশাসন।

মামুনুল হকের ঘনিষ্ঠ এক আলেম বাংলা ট্রিবিউনকে জানান, হেফাজতে ইসলামের সাবেক এই কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারিকে বৃহস্পতিবার রাতে স্বাগত জানাতে কারাগারের সামনে হেফাজত, খেলাফত মজলিস, শায়খুল হাদিস পরিষদের নেতাকর্মীরা গিয়েছিলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হওয়ার কারণে শেষ মুহূর্তে প্রশাসন রাতে মামুনুল হককে মুক্তি দেয়নি। কাল রাত থেকে মাওলানা মামুনুল হকের বড় ভাই মাওলানা মাহফুজুল হকও সেখানে উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রীয় একটি সংস্থার সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, মামুনুল হকের মুক্তিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা থাকায় তাকে রাতে মুক্তি দেওয়া হয়নি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হক মুক্তি পেয়ে বের হয়ে আসলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান

শুক্রবার সকালে শায়খুল হাদিস পরিষদের একজন নেতা জানান, শুক্রবার সকালে মুক্তির সময় মাত্র কয়েকজন আলেম মামুনুল হককে বরণ করেন। ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টকাণ্ডের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলাবাহিনী ও রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। ওই বছর বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ঢাকায় সংঘটিত সহিংসতার কয়েকটি মামলাও ছিল মামুনুল হকের বিরুদ্ধে। সবকটি মামলায় জামিন পাওয়ার পর আজ মুক্তি পেলেন মামুনুল হক।

এর আগে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর মুভমেন্টে কেন্দ্র করেও মামুনুল হকের বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট ৪১টি মামলা রয়েছে বলে জানান তার ঘনিষ্ঠ একজন আলেম।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয় রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করে। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যায়। ওই ঘটনার ১৫ দিন পর মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগ পুলিশ। ২৭ দিন পর ২০২১ সালের ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে ওই নারী বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

আরও পড়ুন-

মামুনুল হক গ্রেফতার 

কাকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন মামুনুল হক?

দুই নারী সঙ্গীর বিষয়ে পুলিশকে যা বললেন মামুনুল

মামুনুল হককে ছিনিয়ে নিলো হেফাজত

তুমি বইলো আমি সব জানি: ফোনালাপে স্ত্রীকে মামুনুল

মামুনুল হক রিসোর্টে ওই নারীকে ধর্ষণ করেছেন: আদালতে সাক্ষীরা

যেভাবে ফেঁসে গেছেন মামুনুল হক

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মামুনুল হক
ভারত ইস্যুতে সক্রিয় বিএনপিসহ বিরোধী দল ও হেফাজত, কর্মসূচি আসছে
মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সর্বশেষ খবর
প্রবাসীদের লাশ পরিবহন ও দাফন খাতে ১৫ কোটি টাকার চেক বিতরণ
প্রবাসীদের লাশ পরিবহন ও দাফন খাতে ১৫ কোটি টাকার চেক বিতরণ
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর
ডনেস্কে দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার
ডনেস্কে দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার
এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
সর্বাধিক পঠিত
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
সংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
প্রতিবাদলিপির বিষয়ে বললেন এসবি প্রধানসংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘পরিস্থিতি দেখে’ সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘পরিস্থিতি দেখে’ সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী