X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

তৃণমূল বিএনপিতে অর্ধশত নেতাকর্মীর যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১৫:২৬আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৫:২৬

সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল তৃণমূল বিএনপিতে  বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী যোগদান করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ থেকে  আসা এসব নেতাকর্মীর জন্য যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার আশা ব্যক্ত করেন দলটির নেতারা।

বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা সভায় এ ঘোষণা করা হয়। দলটিতে যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক ও আইনজীবীও।

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর আমাদের জাতীয় কাউন্সিল হয়, আজ ৮ নভেম্বর অসংখ্য নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। এটি প্রমাণ করে বাংলার মানুষ নতুন ধরনের রাজনীতি দেখতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ  শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করছে। সামনে নির্বাচন আসছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা আশা করি, নির্বাচন কমিশন তার ক্ষমতা যথাযথ প্রয়োগ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। জনগণ ভোট দেবে। আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না। সেটা লগি-বৈঠা দিয়ে হত্যা হোক, কিংবা পেট্রোল বোমা দিয়ে হত্যা হোক।’

তিনি বলেন, ‘আমরা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নেবো এবং আমরা আশা করি, প্রতিটি আসনে তৃণমূল বিএনপির একজন করে প্রার্থী দিতে পারবো। সেই প্রার্থী যেন জনগণের সম্মতি নিয়ে জনগণের ভোট আদায় করে আগামী সংসদের সদস্য হিসেবে বসতে পারে। জনগণের কথা বলতে পারে। তৃণমূলের কথা বলতে পারে।’

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি আপনাদের কমিটমেন্ট করতে চাই যে, দলের প্রত্যেক সদস্য হবে এই দলের নেতা এবং তৃণমূল বিএনপির কাছে আসতে হবে না। তৃণমূল বিএনপি যাবে তৃণমূলের কাছে। দলীয় কমিটিসহ সবকিছু কেন্দ্রভিত্তিক হবে না।’

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নামে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হচ্ছে। কিন্তু অনেকে আছে গাড়ি পোড়াতে জানে না। পুলিশ ঢালাওভাবে মামলা দিয়ে দেয়। এই ব্যাপারে আমরা সরকারপ্রধানসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যারা দল (তৃণমূল বিএনপি) করছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, তৃণমূল বিএনপি কোনও প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না। এটা হবে জনগণের দল, জনবান্ধন দল। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।’

আনুষ্ঠানিকভাবে এই নতুন দলে যোগদান করেন— অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুমন মন্ডল, আবু রায়হান, সাজিদ খান, লস্কর হারুন অর রশিদ, শাহাদাত চৌধুরী, সন্তোষ শর্মা, মো. দলিল উদ্দিন, সৈয়দ আহমদ, মো. শাহ আলম, ফায়েজ আহমেদ ভূঁইয়া, চার্লস বৌদ্ধ, অপু বৌদ্ধ, ডা. আইভি, মোহাম্মদ আলী, মুজিবুর রহমান খান, হাফিজুল ইসলাম,  আবুল বাসার চৌধুরী,  ইঞ্জিনিয়ার শেখ শাহীন মাওলা, এনায়েতুল ইসলাম, মো. মোশাররফ, আব্দুল মোতালেব, নাদির উদ্দিন খান, মাসুদ রেজা, নাজমুল সিকদার, শাহাদাত হোসেন মাসুদ, শওকত তালুকদার, আলহাজ্ব মো: শহিদুল ইসলামসহ অনেকে।

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদার, সিনিয়র যুগ্ম মহাসচিব আনাস আলী খান, সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ভালো আছেন খালেদা জিয়া, এপ্রিলের মাঝামাঝি ফেরার সম্ভাবনা
খুবই দুঃখজনক, মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হচ্ছে: শমসের মবিন চৌধুরী
যুবদল নেতা শামীম হত্যা: শমসের মবিন কারাগারে
সর্বশেষ খবর
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক চলছে
সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক চলছে
শেরপুরে ভিজিএফের ৩৪১০ কেজি চাল জব্দ
শেরপুরে ভিজিএফের ৩৪১০ কেজি চাল জব্দ
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা