বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যুক্তরাষ্ট্র আরও একটা বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে এগিয়ে দিচ্ছে। এটা শুধু ইসরায়েলের সঙ্গে হামাসের লড়াই নয়, সমগ্র পৃথিবীর মুক্তিকামী মানুষের লড়াই। আমেরিকা সব জায়গায় তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া।
শনিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘বাংলাদেশ শান্তি পরিষদ’ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে, তিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছেন। ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে আজ রাষ্ট্রীয় শোক পালন করছেন।’
সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। আর আমেরিকা দেশে দেশে মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে। তারা মানবতার কথা বলে ইসরায়েলের পক্ষ নিচ্ছে।’