X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

সহিংস রাজনীতি মঙ্গল বয়ে আনে না: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৩, ১৮:২৯আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৮:২৯

দেশের খ্যাতিমান চিকিৎসক, প্রবীণ রাজনীতিবিদ বিকল্পধারার প্রধান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সহিংস রাজনীতি কখনও মঙ্গল বয়ে আনে না।’

বুধবার  (১১ অক্টোবর)  বি. চৌধুরীর ৯৩তম জন্মদিন উপলক্ষে সাবেক রাষ্ট্রপতির বারিধারার বাসভবনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বি. চৌধুরী বলেন, রাজনীতিতে সহিংসতা কখনও মঙ্গল বয়ে আনে না। তাই সহিংসতা বাদ দিয়ে জনকল্যাণে  রাজনীতি করার জন্য তিনি  রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

আগামীর শুভদিনের বাংলাদেশ প্রত্যাশা করে বি. চৌধুরী বলেন, ‘হিংসা, বিদ্বেষমুক্ত একটি সুন্দর রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ভিন্ন ধারার রাজনৈতিক দল বিকল্পধারার জন্ম হয়েছিল।’ তিনি এই লক্ষ্য অর্জনে কাজ করার জন্য বিকল্পধারার নেতকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি বি. চৌধুরীকে একজন আদর্শ রাজনীতিবিদ উল্লেখ করে বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব খুবই প্রয়োজন।’ বিকল্পধারা তার সুযোগ্য নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ‘রাজনীতির পরিচ্ছন্ন পূরুষ সাবেক রাষ্ট্রপতি  বি. চৌধুরী জনকল্যাণের লক্ষ্য নিয়েই  বিকল্পধারা বাংলাদেশ গঠন করেছিলেন। আমরা তার অনুসৃত পথেই এগিয়ে যাবো।’

অনুষ্ঠানের শুরুতে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি প্রবীণ রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর হাতে ফুলের স্তবক দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর নেতাকর্মীরা একে একে তাদের প্রিয় নেতার হাতে ফুলের স্তবক অর্পণ করেন। এ সময় বি. চৌধুরীর সহধর্মীনি হাসিনা ওয়ার্দা চৌধুরী উপস্থিত ছিলেন। পরে একটি কেক কাটা হয়।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন— বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য  মজহারুল হক শাহ চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মহসিন চৌধুরী, সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, সিরাজদিখাঁন উপজেলা বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন, যশোর বিকল্পধারার নেতা মারুফ হোসেন কাজল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকল্পধারার সহ-সভাপতি ভূদেব চক্রবর্তী, দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, সিরাজদিখাঁন উপজেলা বিকল্পধারার আহ্বায়ক শাহ আলম আলমাস, বিকল্পধারার শিশু বিষয়ক সম্পাদক নওয়াব বাহাদুর, যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, বিকল্পধারার প্রচার সম্পাদক শেখ জুন্নু, যুবধারার জ্যেষ্ঠ সহ-সভাপতি ইকবাল হোসেন সম্রাট, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
আজ বঙ্গবন্ধুর জন্মদিন
প্রিয় দশ
সর্বশেষ খবর
রাজধানীতে এক পশলা বৃষ্টি, কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে এক পশলা বৃষ্টি, কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা
রসুনের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা
রসুনের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা
বিশ্বের সবচেয়ে দূষিত শহরে তীব্র শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যা
বিশ্বের সবচেয়ে দূষিত শহরে তীব্র শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক