X
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

রাজপথে না আসলে মুক্তি হবে না: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৪:৫৯আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৩৬

মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি) নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জনগণের প্রতি রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই করুন। ভয় পাবেন না। রাজপথে না আসলে মুক্তি হবে না আপনাদের।’ বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।

এ সময় মান্না বলেন, ‘আওয়ামী লীগ মানে জুয়ার দল, আওয়ামী লীগ মানে নারী ধর্ষণ করে। আওয়ামী লীগ যে গণতন্ত্রের দল ছিল, আন্দোলনের দল ছিল, নির্বাচনের দল ছিল, মুক্তিযুদ্ধের দল ছিল– এখন সেই দল আর নেই। বাংলার জনগণ বাঁচতে চাইলে কাজ একটাই, এই সরকারকে বিদায় করে দেন। সহজেই কি যাবে? চড়েছে বাঘের পিঠে, নামলেই বাঘ খেয়ে ফেলবে। আর যদি না নামে না খেয়ে মারা যাবে।’

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সমালোচনা করে তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ করেছেন অথচ এখন পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলেননি। সব চলে কিন্তু আমাদের দেশের শিক্ষা চলে না। সারা পৃথিবীতে করোনার পর খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ডিজিটাল বাংলাদেশে অনলাইন ক্লাস চালু করতে পারেননি কেন? ডিজিটাল সিস্টেম চালু করতে পারেননি কেন? বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও নাকি অনলাইনে নেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘নূর হোসেন নভেম্বর মাসে বুকে লিখেছিল “স্বৈরাচার নিপাত যাক” আর পিঠে লিখেছিল “গণতন্ত্র মুক্তি পাক”। গুলি করে তখনকার সরকার তাকে মাটিতে শুইয়ে দিয়েছে। আপনারা যতই বক্তৃতা করেন, সমাধান হচ্ছে গণতন্ত্র উদ্ধার করা।’

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি ভি‌পি ইব্রা‌হিমের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির সহ-তথ‌্য বিষয়ক সম্পাদক কা‌দের গ‌নি চৌধুরী, সহ-প্রান্তিক বিষয়ক সম্পাদক অপর্ণা রায়, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে নদ-নদীর সংখ্যা ১২৯৪টি
দেশে নদ-নদীর সংখ্যা ১২৯৪টি
উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস
উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস
মালয়েশিয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণ, আহত ১৪৫
মালয়েশিয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণ, আহত ১৪৫
মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ: আহত ৫০
মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ: আহত ৫০
সর্বাধিক পঠিত
ধর্ষণের অভিযোগে আটকের পর থানা হাজতে ‘আত্মহত্যা’
ধর্ষণের অভিযোগে আটকের পর থানা হাজতে ‘আত্মহত্যা’
আজ সেই ‘ইত্যাদি’
আজ সেই ‘ইত্যাদি’
ঈদের দিন রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ঈদের দিন রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
এপ্রিলে ঘূর্ণিঝড়ের শঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা অনুভূত হবে বেশি
এপ্রিলে ঘূর্ণিঝড়ের শঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা অনুভূত হবে বেশি
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?