X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

শাজাহান সিরাজের মৃত্যুতে শোকাহত রাজনীতিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২০, ০০:০৩আপডেট : ১৫ জুলাই ২০২০, ০১:২২

শাহজাহান সিরাজ, ছবি- সংগৃহীত

বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। শোকবার্তায় তারা বলেছেন, শাজাহান সিরাজ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য নাম। মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশের রাজনীতিতে তার একটি বিশেষ ভূমিকা ছিল।

মঙ্গলবার (১৪ জুলাই) শাজাহান সিরাজের মৃত্যুর পর পাঠানো শোক বিবৃতিতে  গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগসহ অন্যান্য দলের রাজনীতিকরা এসব কথা বলেন।

শোক বিবৃতিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ শাজাহান সিরাজের মৃত্যুতে শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মুক্তিযুদ্ধ পরবর্তীকালের রাজনীতিতে তার একটি বিশেষ ভূমিকা ছিল।’

সহযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যু জাতির অন্তরাত্মায় ক্ষতের সৃষ্টি করে গেলো বলে উল্লেখ করে জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, ‘জাতিরাষ্ট্র বিনির্মাণের অন্যতম কারিগর, স্বাধীনতার ইশতেহার পাঠকারী, বীর সিপাহসালার শাজাহান সিরাজ আমাদের জাতির অস্তিত্বের অংশ। ছাত্রলীগের রাজনীতিতে অসম সাহসিকতা ও সংগ্রামী  হিসেবে ছাত্র-যুবসমাজকে সংগঠিত ও তাদের মাঝে স্বাধীনতার মন্ত্র ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখেন তিনি।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘পাকিস্তানি সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৭১ সালের ৩ মার্চ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করার মাধ্যমে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তা এই দেশ, মানচিত্র আর পতাকা যতদিন থাকবে, ততদিন স্মরণীয় হয়ে থাকবে।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেন, 'ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ওয়ার্কার্স পার্টি।' এতে আরও বলা হয়, তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক আন্দোলনসমূহে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এতে তার স্ত্রী রাবেয়া সিরাজসহ পরিবারের অন্য সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় বলেন, 'স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রণী সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম শীর্ষ নেতা, স্বাধীনতা ইশতেহারের পাঠক, সাবেক জাসদ নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী বিশিষ্ট রাজনীতিক শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।'

এক শোকবর্তায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, 'মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক এবং মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শাজাহান সিরাজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য নাম। স্বাধীনতার পর গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে তার ভূমিকা অপরিসীম। মানুষের অধিকার আদায় এবং দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি বারবার কারাবরণ করেছেন। সেই লড়াইয়ে আমি নিজেও তার একজন সহযোদ্ধা ছিলাম।’

আরও পড়ুন:

সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ মারা গেছেন

 

/এএইচআর/এসটিএস/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান 
নির্বাচন ইস্যুতে যুগপৎসঙ্গীদের সঙ্গে আলোচনা করবে বিএনপি
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এমন ফাজলামো বাদ দেন: দুদু
সর্বশেষ খবর
৮০ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা আনিসা
৮০ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা আনিসা
থানায় ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
থানায় ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা