X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

খেলাফত মজলিসের আমির পদে ফের ইসহাক, মহাসচিব কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ১৯:৪৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২০:২৪

 

খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন অনুষ্ঠান খেলাফত মজলিসের আমির হিসেবে মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব পদে আহমদ আবদুল কাদের পুনরায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার তারা শপথ নেন। একই দিন ২০১৯-২০ সালের সাংগঠনিক সেশনের জন্য দলটির ৯৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদও গঠন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী ইনস্টিটিউটে দলটির কেন্দ্রীয় নেতাদের শপথ পড়ানো হয়।  অধিবেশনে ছয়টি প্রস্তাব গৃহীত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিতে আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাসউদ খান, মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা আবদুল বাসিত আজাদ, আবদুল্লাহ ফরিদ, সিরাজুল হক ও মাওলানা আহমদ।  যুগ্মমহাসচিব পদে রয়েছেন মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আবদুল কাদির সালেহ, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী ও মাওলানা আহমদ আলী কাসেমী।

সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, কে এম নজরুল হক, মোহাম্মদ শফিউল অলম, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী। প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আবদুল হালিম, বায়তুলমাল ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, দফতর ও প্রচার সম্পাদক মো. আবদুল জলিল, প্রকাশনা সম্পাদক কে এম আলম, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা নোমান, সমাজকল্যাণ সম্পাদক আবু সালেহীন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু আদিবাহ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুজ্জামান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চেীধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার সাইফ উদ্দিন, ডা. এ এ তাওসিফ, সিরাজুল ইসলাম, আহমদ আসলাম, মাওলানা নুরুল আল মামুন, বুরহান উদ্দিন সিদ্দকিী, সহ-প্রশিক্ষণ সম্পাদক  অধ্যাপক সালমান, সহ- দফতর সম্পাদক- ফয়জুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সুমাইয়া, মহিলা বিষয়ক সহ- সম্পাদক রায়হানা লোপা। সদস্য  এবিএম সিরাজুল মামুন, মাওলানা গোলাম কিবরিয়া, আবদুল মজিদ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, বজলুর রহমান, মাওলানা আইউব আলী, হাফেজ মাওলানা জিন্নত আলী, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা খুরশীদ আলম,  এম মোর্শেদ ও মাওলানা আজিজুল হক, সদরুজ্জামান খান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, প্রভাষক আবদুল করিম, অধ্যাপক এ কে এম মাহবুব আলম, মাওলানা সাঈদুর রহামন, মুফতি শিহাবুদ্দিন, মাওলানা ওযায়ের আমীন, হাজী নূর হোসেন, মাওলানা কাজী আসাদ উল্লাহ ও মাওলানা আবদুল হাই।

 

 

/সিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাইবান্ধায় এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
গাইবান্ধায় এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
যেসব কারণে এই সময়ে ত্বকে বরফ ঘষবেন
যেসব কারণে এই সময়ে ত্বকে বরফ ঘষবেন
বাংলাদেশে পেপাল, ওয়াইজ ও স্ট্রাইপ চালুর দাবি ফ্রিল্যান্সারদের
বাংলাদেশে পেপাল, ওয়াইজ ও স্ট্রাইপ চালুর দাবি ফ্রিল্যান্সারদের
১২ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ, ডাকাতিয়া নদীতে অবমুক্ত
১২ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ, ডাকাতিয়া নদীতে অবমুক্ত
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়