মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘বিপন্ন প্রতিবেশীদের পাশে দাঁড়ানো জরুরি।’
শনিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা বলেন। নিহতদের বিদেহী আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন জিএম কাদের। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে বিশ্ব নেতা ও প্রতিবেশী দেশগুলোর মানবিক সহায়তা প্রত্যাশা করেন তিনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘প্রতিবেশী দেশের এমন বিপর্যয়ে আমরা মর্মাহত। তাদের বিপদে আমরা সব সময় পাশে থাকবো।’ মিয়ানমারসহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহায়তাপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।