X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ১৯:১০আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৯:১০

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দলীয় কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ  আদালতের বিচারক মাসুদুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট সেরেস্তাদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দলের বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার দায়ের করা মামলায় গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও দায়রা জজ  আদালতের বিচারক মাসুদুল হক এ আদেশ দেন।

এর আগে গত ৪ অক্টোবর জাপার বহিষ্কৃত নেতা ও দলের সাবেক এমপি জিয়াউল হক মৃধা দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দলীয় কার্যক্রমে ওপরে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন।

এদিকে, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ পরিবর্তনের কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত জাতীয় পার্টি সংসদে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত অধিবেশনে অংশ নিয়েছে। বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের মঙ্গলবারও অধিবেশনে উপস্থিত ছিলেন। কিন্তু মাগরিবের নামাজের বিরতির পর তাকে আর দেখা যায়নি।

অপরদিকে দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত তার আসনে উপস্থিত ছিলেন। তবে তিনি অধিবেশনের আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আদালতের রায়ের কপিটি স্পিকারের কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমকে বলেছেন, স্পিকারের আশ্বাসে  সংসদে ফিরেছে জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেতা নির্বাচনের বিষয়ে স্পিকার সময় চেয়েছেন।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
বিপন্ন প্রতিবেশীদের পাশে দাঁড়ানো জরুরি: জিএম কাদের
জাতীয় পার্টিকে দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না: জিএম কাদের
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত