X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক। আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। তবে তিনি মনে করেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধিদল।

বৈঠকে জামায়াতের পক্ষ হতে ২৩ দফা দাবি উপস্থাপন কর হয়। এবং নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, "সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা চাই, নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হোক।"

তিনি জানান, জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে এবং সংসদ কার্যকরের জন্য এটি প্রয়োজন বলে মনে করে। পাশাপাশি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করার দাবি জানানো হয় ইসিতে। এছাড়া সকলের অধিকারের স্বার্থে রাজনৈতিক দলের নিবন্ধনে কঠোর আইনবিধি বাতিল করা উচিত বলে উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি বলেন, '৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে দলের নিবন্ধন নিয়ে আইনি জটিলতা রয়েছে, যা বর্তমানে আদালতে পেন্ডিং রয়েছে। আশাবাদী যে, ন্যায়বিচার পেয়ে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো।'

এ সময় জামায়াতে ইসলামী জাতিসংঘের সব ইমেইলের রেসপন্স করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন নির্বাচন কমিশন (ইসি) ২০১৮ সালের ২৮ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করে। ২০০৮ সালের ৪ নভেম্বর দলটি নিবন্ধন পেলেও ২০১৩ সালে হাইকোর্টের রায়ে সেটি অবৈধ ঘোষণা করা হয়।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘বাংলাদেশের সীমানায় আরাকান আর্মি আসা হুমকি-উদ্বেগজনক’
সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হ‌বে: গোলাম পরওয়ার
জুলাই হত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: জামায়াত আমির
সর্বশেষ খবর
ভূমি-কৃষি সংস্কার ও পরিবেশ সুরক্ষা কমিশন গঠনের দাবি
ভূমি-কৃষি সংস্কার ও পরিবেশ সুরক্ষা কমিশন গঠনের দাবি
‘আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
‘আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্ট গণহত‍্যাশেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি