বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘বাংলাদেশের নানা সংস্কার করার এই সময়ে প্রিয় রাসুলের (সা.) জীবনী সবার আগে অনুসরণ করা মুসলিম দেশ হিসেবে অত্যাবশ্যকীয়। একটি গোষ্ঠী বাংলাদেশকে উগ্রবাদিতার মাধ্যমে অস্থিতিশীল করতে চায়। ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিতে হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধনীর পুরানা পল্টন কলেজে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে গিয়ে তিনি গণমাধ্যমে এসব কথা বলেন। সিরাতুন্নবী (সা) উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ঢাকা মহানগরী দক্ষিণের অর্ধ লক্ষাধিক কর্মী-সহযোগী জনশক্তি অংশগ্রহণ করে।
দেশকে অস্থিতিশীল করতে চাওয়া ওই গোষ্ঠীটির মূল টার্গেট ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বসান করা বলেও অভিযোগ করেন ড. শফিকুল ইসলাম। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, ‘এজন্যই দেশের জনগণ মনে করে, পার্শ্ববর্তী একটি দেশে বসে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে নানা ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যস্ত হয়ে গেছেন।’
সিরাত পাঠ প্রতিযোগিতার হল পরিদর্শনে পুরানা পল্টন কলেজে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমির শাহীন আহমেদ খান, মহানগরী মজলিসের শূরা সদস্য ও পল্টন উত্তর থানা আমির মুজিবুর রহমান, মহানগরী মজলিসের শূরা সদস্য ও পল্টন দক্ষিণ সেক্রেটারি এডভোকেট মারুফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান শাহিন, এনামুল হকসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে জামায়াতের নেতারা।