জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিন সংগঠনের উদ্যোগে বিভাগভিত্তিক তারুণ্যের সমাবেশ ও সেমিনারের কর্মসূচি ঘোষণা দেন যুবদলের সভাপতি।
আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘সব সংগঠন বা প্রতিষ্ঠানে ভালো-মন্দ লোক আছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। এখানেও বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে। কেউ যদি সংগঠনের নাম করে ব্যক্তিগত অপকর্ম করে, আমরা তাদের ছাড় দিচ্ছি না। সাংগঠনিক শাস্তির পাশাপাশি অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিএনপি বা ছাত্রদল-যুবদলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি-সন্ত্রাস করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের প্রতিটি আন্দোলনেই আমাদের গৌরবজনক ভূমিকা রয়েছে। বিগত ছাত্র-জনতার আন্দোলনের সময়ও জাতীয়তাবাদী দলের প্রতিটি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছেন।’
দেশ নিয়ে যুবদলের নতুন ভাবনা রয়েছে জানিয়ে যুবদল সভাপতি বলেন, ‘গণহত্যাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ১৮ জুলাই সবাইকে সরাসরি রাজপথে নামার আহ্বান জানান তারেক রহমান। সে আন্দোলনে ছাত্র-জনতার যেমন ত্যাগ ছিল, ঠিক আমাদেরও বহু নেতাকর্মী শহীদ হন। তাই দেশে নিয়ে আমাদের নতুন ভাবনা কাজ করে।’
তিনি বলেন, ‘অভ্যুত্থানপরবর্তী তরুণদের চিন্তা-চেতনা, তারণ্যের চাওয়া ও ভোটের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আমরা কাজ করছি। দেশের মানুষের যেকোনও বিপদে নেতাকর্মীদের মাধ্যমে এগিয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ তিন সংগঠনের শীর্ষ নেতারা।