X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ২১:১৪আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২১:১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ গঠনের প্রস্তাবে বিএনপি একমত নয়। কারণ রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত। এ অবস্থায় একাধিক কর্তৃপক্ষ সৃষ্টি হলে দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি হবে বলে মনে করে দলটি।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের তৃতীয় বৈঠক শেষে  সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বেলা সোয়া ১১টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টায়।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে প্রথম প্রস্তাবক বিএনপি। আমরা আগেই ৩১ দফা প্রস্তাব দিয়েছি। এখন জাতীয় ঐকমত্য কমিশনও একই বিষয়ে কাজ করছে।

তিনি বলেন, দুপুরের পর জনপ্রশাসন সংস্কার ও দুদক নিয়ে বেশি আলোচনা হয়েছে।

জনপ্রশাসনের বিষয়ে কমিশনের বিস্তারিত প্রতিবেদনে  ২০৮টি সুপারিশ রয়েছে। এর মধ্যে ১৮৭টিতে একমত হয়েছে বিএনপি। একমত নই ১১টিতে ও আংশিক একমত ৫টিতে।

নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত ২৪৩টি প্রস্তাবের মধ্যে ১৪১টিতে একমত বিএনপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্নীতি দমন সংক্রান্ত ২০টি প্রস্তাবে ১১টিতে একমত। বাকি ৭-৮টির বিষয়ে নীতিগত একমত। আমরা চাই, দুদক সর্বোচ্চ কার্যকর হোক। কারণ গত কয়েক বছর জনগণ দুর্নীতির যাতাকলে পিষ্ট।

তিনি বলেন, আমরা চাই, বিচার বিভাগ স্বাধীন থাকুক। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হোক। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যেন সঠিক বিচার নিশ্চিত হয়। বিচারকদের বয়স ৭০ বছর করার কথা বলেছে কমিশন। আমরা বিষয়টি আরও বিবেচনা করার কথা বলেছি। কারণ হঠাৎ বিষয়টি সামনে আসলে অন্যান্য সেক্টরের কর্মকর্তারাও বয়স নিয়ে দাবি তুলতে পারেন।

সালাহউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আগের মতোই থাকবে কিনা, সে বিষয়ে কথা হয়েছে। বিচারপতি খায়রুল হক বলেছিলেন, আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার রাখতে। যদিও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তার রায়কে আমরা অবৈধ বলেছি। তারপরও বিষয়টি নিয়ে পর্যালোচনার কথা বলেছি।

চিফ জাস্টিস পদে সম্ভাব্য তিন জনকে রেখে একটি কমিটি করার কথা বলেছি। রাষ্ট্রে কখনও যদি ফ্যাসিস্ট সরকারের রিজার্ভেশন থাকে, তখন রাষ্ট্র যেন বিকল্প কাউকে বেছে নিতে পারে। এ জন্য বিষয়টির প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে (ক) বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের একটি ইউনিয়ন পরিষদ; (খ) বাংলাদেশের প্রতিটি উপজেলার একটি উপজেলা পরিষদ; (গ) পৌরসভা; এবং (ঘ) সিটি করপোরেশন রাখার প্রস্তাবের সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত। তবে এটি সংবিধান অন্তর্ভুক্ত না করে আইন প্রণয়নের মাধ্যমে করা উচিত।

অনুচ্ছেদ-৪৫ সংশোধন করে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীর আওতাধীন আইনি কাঠামোর পরিবর্তে অন্তর্ভুক্ত করণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের বিপক্ষে রয়েছে বিএনপি। রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রবর্তন, নাগরিকত্ব, সংবিধান বিরতি ও স্থগিতকরণ ইত্যাদি অপরাধ (অনুচ্ছেদ-৭ (ক) এবং ৭ (খ)) বিলুপ্তিকরণ বিষয়ে কমিশনের প্রস্তাবের সাথে আমরা একমত।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন—   চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে অংশগ্রহণ করেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রথম দফা এবং রবিবার (২০ এপ্রিল) দ্বিতীয় দফা কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক হয়।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
১ মে নয়া পল্টনে সমাবেশ করবে বিএনপি
এক চিঠিতে আ.লীগ আমলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে করা ২৪১ মামলা প্রত্যাহার
বোরকা পরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার, থাকবেন বিশ্বনেতারা
পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার, থাকবেন বিশ্বনেতারা
এলএনজি সরবরাহে মেয়াদোত্তীর্ণ চুক্তি নবায়ন করবে কাতার
এলএনজি সরবরাহে মেয়াদোত্তীর্ণ চুক্তি নবায়ন করবে কাতার
কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত অন্তত ২০
কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত অন্তত ২০
অবশেষে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার সিলেটের সেই ৬ শ্রমিক
অবশেষে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার সিলেটের সেই ৬ শ্রমিক
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’