X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

এক ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি: সালাহউদ্দীন আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৫:১৬আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৫:৪১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি। তবে দুবারের পর বিরতি দিয়ে আবারও সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা যেতে পারে।’ দলটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষার পক্ষে মতামত দিয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের তৃতীয় বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠক শুরু হয় বেলা সোয়া ১১টায়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর কর্তৃত্ব বাতিলের কথা বলেছে কমিশন। আমরা বলেছি, কর্তৃত্ব থাকা উচিত। তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে বিএনপি। আমরা চাই— কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বাইরেও তিনি (রাষ্ট্রপতি) সিদ্ধান্ত নিতে পারবেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে।’

তবে প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছর করার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি বলছে, প্রধানমন্ত্রীর মেয়াদ পাঁচ বছরই থাকা উচিত। একইসঙ্গে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি থাকার পক্ষেও মতামত দিয়েছে দলটি।
 
তিনি বলেন, ‘আমরা আইনসভা দ্বিকক্ষ-বিশিষ্ট রাখার পক্ষে। যেখানে নিম্নকক্ষের ৪০০ আসনের মধে প্রত্যক্ষ ভোটে ১০০ আসনের এমপি হবে নারী। দুজন ডেপুটি স্পিকার থাকবেন বিরোধী দল থেকে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদেও থাকবে বিরোধী দলের অগ্রাধিকার।’

বিএনপির আগের দাবি, স্থানীয় সরকার নির্বাচনে কোনও দলীয় প্রতীক থাকতে পারবে না। কমিশনের সঙ্গে সে বিষয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তাছাড়াও সংসদ সদস্যরা কোনও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোনও পদে থাকতে পারবেন না বলেও আমরা প্রস্তাব দিয়েছি।’

তিনি বলেন, ‘ধর্ম নিরপেক্ষতা বাতিল করার কথা বলেছে কমিশন। তারা বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক গোষ্ঠীর স্বাধীনতা ও মতের কথা বলেছে। আমরা এর সঙ্গে একমত পোষণ করেছি।’

সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়নমেন্ট-এর বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘কিন্তু সব কিছু আমরা আইন অনুযায়ী করতে চাই। ন্যায়-সঙ্গত ইন্টারনেট সুবিধা ও ভোক্তা অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে কমিশনের সঙ্গে একমত বিএনপি। খুব কম বিষয়েই দ্বি-মত হয়েছে।’

প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশনের প্রস্তাব ছিল আপিল বিভাগের সিনিয়র বিচারপতিকে দেওয়া। আমরা বলেছি, এই প্যানেলে আপিল বিভাগের কমপক্ষে তিন জনকে বিবেচনায় রাখতে হবে।’

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ছাড়াও উপস্থিত রয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত আছেন, কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এর আগে দলটির সঙ্গে কমিশনের গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রথম দফা এবং রবিবার (২০ এপ্রিল) দ্বিতীয় দফা বৈঠক হয়।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
সরকারে আ.লীগের দোসর আছে, সতর্ক থাকার আহ্বান জয়নুল আবদিন ফারুকের
গাইবান্ধায় ব্যারিস্টার রুমিন ফারহানাআ.লীগ যত পাপ করেছে, আগামী ১০০ বছর তার বিচার চলতেই থাকবে
ঠাকুরগাঁওয়ে মসজিদের ভবন নির্মাণকাজ উদ্বোধন করলেন বিএনপি মহাসচিব
সর্বশেষ খবর
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
হত্যাচেষ্টা মামলায় বঙ্গলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত কারাগারে
হত্যাচেষ্টা মামলায় বঙ্গলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত কারাগারে
৩২ বছর আগে বাল্যবন্ধুকে হত্যার দায়ে আরেক বন্ধুর যাবজ্জীবন
৩২ বছর আগে বাল্যবন্ধুকে হত্যার দায়ে আরেক বন্ধুর যাবজ্জীবন
বেতন না পেয়ে রাস্তায় ময়লা ফেলে প্রতিবাদ
বেতন না পেয়ে রাস্তায় ময়লা ফেলে প্রতিবাদ
সর্বাধিক পঠিত
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি