X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা জোট ও লেবার পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ২২:৫৪আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২২:৫৪

২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোটের ১১টি দল ও বাংলাদেশ লেবার পার্টি। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির ও এনপিপি, বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দল দুইটির প্রধান এই প্রত্যাশা প্রকাশ করেন।

বৈঠকের পর বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল মানুষের মিলনমেলায় আমরা একটি গণঅভ্যুত্থান করেছি। আজকের সরকার গত ৮ মাস ধরে দায়িত্ব পালন করছেন। ড. মুহাম্মদ ইউনূসকে সকল রাজনৈতিক দলের সম্মতিতে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, এ জন্য তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক। অন্তর্বর্তী সরকার একটা স্বল্প সময়ের জন্য গঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তেমনি আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বেশি। আমরা মনে করি, তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এ দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। আমাদের দাবি হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা। এজন্য একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে।

এরপর জাতীয়তাবাদী সমমনা জোটের সিনিয়র নেতারা বিএনপির সঙ্গে বৈঠক করে। পরে জোটের প্রধান ও এনপিপি'র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এক দফা দাবিতে। সেটি হলো শেখ হাসিনার পতন এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। আমাদের একটা দফা অলরেডি জয়ী হয়েছি। এখন হচ্ছে নির্বাচনের ব্যাপারটা। নির্বাচনের জন্য ইলেকশন কমিশন ইতোমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছে যে, জুনের ভেতর তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে, এবং সংস্কার কমিশনও বলেছে মে মাসের শেষের দিকে তারা সংস্কার শেষ করবে। এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দরকার। সেই জনগণের প্রতিনিধিত্ব সরকার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনটা আমরা ডিসেম্বরের মধ্যে চাই। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা কয়েকবার বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আবার তিনি এখন বলেছেন, ডিসেম্বর টু জুন। এরমধ্যে ফেব্রুয়ারি মাসে আমাদের রোজা, তারপর মার্চের শেষে পরীক্ষা আছে। এপ্রিল-মে মাসে এ দেশে বর্ষা আবহাওয়ার কারণে নির্বাচন সম্ভব না। তাই আমরা চাই ডিসেম্বরের ভেতর নির্বাচন হোক এবং নির্বাচনের জন্য এই সরকার একটা রোডম্যাপ দিক।

প্রসঙ্গত, ১১টি দল নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোট। এই জোটে রয়েছে— ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাগপা (খন্দকার লুৎফুর), ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ ন্যাপ, বিকল্প ধারা (নুরুল আমিন), সাম্যবাদী দল, গণদল, ন্যাপ-ভাসানী, ইসলামী ঐক্যজোট, পিপলস লীগ ও বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির লিয়াঁজো কমিটি প্রধান ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানসহ জোটের নেতা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যুবদল নেতার সঙ্গে বিরোধে পিটুনিতে আহত যুবকের মৃত্যু
সরকার তো বলেনি ডিসেম্বরে নির্বাচন হবে না: নজরুল ইসলাম খান
‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়
রোদে পুড়ে যাওয়া ত্বকের জন্য ঘরে তৈরি ৫ প্যাক
রোদে পুড়ে যাওয়া ত্বকের জন্য ঘরে তৈরি ৫ প্যাক
প্রশাসনের আড়ালে আ.লীগকে পুনর্বাসনের পাঁয়তারা হচ্ছে: এনসিপি
প্রশাসনের আড়ালে আ.লীগকে পুনর্বাসনের পাঁয়তারা হচ্ছে: এনসিপি
ঘুষ-অনিয়মের অভিযোগে রাজশাহী আদালতের বেঞ্চ সহকারী বরখাস্ত
ঘুষ-অনিয়মের অভিযোগে রাজশাহী আদালতের বেঞ্চ সহকারী বরখাস্ত
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা