X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৭:২০আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৭:২০

রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত জানিয়েছে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। রবিবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসে তিনি এ কথা জানান। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বেশকিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনেক বিষয়ে কাছাকাছি এসেছি। বিএনপি বাকশালে বিশ্বাস করে না। বিএনপি (একদল) যা বলবে তাই মানতে হবে এমনটা নয়।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সর্বোত্তম কিছুই হবে বলে আশা রাখি।’

সালাহ উদ্দিন আহমদ জানান, ‘৫ম সংশোধনী চায় বিএনপি।’

তিনি বলেন, ‘মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিয়ে একমত বিএনপি। সংবিধানে বহুত্ববাদ নিয়ে সংশোধনীতে কমিশনের সঙ্গেও একমত।’ 

তিনি জানান, ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে একমত বিএনপি।

আরও উল্লেখ করেন, সংসদে নারীর আসন ১০০ করার বিষয়ে একমত বিএনপি। তবে পরবর্তী সংসদের পর, অর্থাৎ ত্রয়োদশ সংসদে কীভাবে নারীরা সংসদে প্রতিনিধিত্ব করবেন তা সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বিএনপি।

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

সালাহ উদ্দিন আহমদ জানান, প্রার্থীর বয়স ২১ নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছায়নি বিএনপি।

তিনি জানান, সরকার প্রধান ও পার্টি প্রধান একই ব্যক্তি এমন বিষয়ে দ্বিমত বিএনপির (এখানে অপশন চায় দল, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলের কাছে থাকাই অধিকতর গণতন্ত্রের চর্চা মনে করে বিএনপি)।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘লিডার অব দ্য হাউজ কে হবে তা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেবে। এ বিষয়েও কমিশনের সঙ্গে দ্বিমত রয়েছে আমাদের। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সদস্য সংখ্যা নিয়ে একমত বিএনপি, কিন্তু কোন প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবে তা নিয়ে আলোচনা চলমান আছে।’

তিনি জানান, নতুন আইন প্রনয়ণ করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার পক্ষে মত দিয়েছে বিএনপি। এনসিসি বিষয়ে একমত নই, তাহলে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনা দায় হয়ে যাবে। কেয়ারটেকার ছাড়া নির্বাচন ফ্রি ফেয়ার হয় না, ‘ডকট্রিন অব নেসেসিটি’র জন্যই দেশের নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কেয়ার টেকার রাখা প্রয়োজন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
কিছু বিষয় অনিশ্চিত হয়ে পড়েছে, সমাধানে দরকার রাজনৈতিক ঐক্য: মির্জা ফখরুল
বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক
নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: ফারুক
সর্বশেষ খবর
যশোরে দুপুরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল
যশোরে দুপুরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল
‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি টাকা, ৭০০ কোটিতে নামানো সম্ভব’
‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি টাকা, ৭০০ কোটিতে নামানো সম্ভব’
গুলশানকে হারিয়ে আরও এগিয়ে গেলো আবাহনী
গুলশানকে হারিয়ে আরও এগিয়ে গেলো আবাহনী
নেপালে বাংলাদেশের প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখের হয়নি
নেপালে বাংলাদেশের প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখের হয়নি
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ