X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

নির্বাচন ইস্যুতে যুগপৎসঙ্গীদের সঙ্গে আলোচনা করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ১৯:৩৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৪৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎসঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে বিএনপি।

আগামী নির্বাচন ইস্যুতে দলগুলোর ভাবনা ও বিএনপির চিন্তাভাবনা বিনিময় করতে আবারও শনিবার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে আলোচনা। এদিন বিকাল তিনটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকাল তিনটায় ১২ দলীয় জোট ও সন্ধ্যায় ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুগপতের বৈঠক হলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক দিয়েই আলোচনা শুরু করে বিএনপি। এবারও ব্যতিক্রম হচ্ছে না। আমরা মনে করি, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভেতরে যে অবস্থান, তাতে অসন্তুষ্টি রয়েছে।’

‘আমরা মনে করি নির্বাচনই সব সংকটের সমাধান হিসেবে কাজ করবে। এক্ষেত্রে ১২ দলীয় জোটও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভোট ও নির্বাচনের পক্ষে অবস্থান করছে। গণতন্ত্রে পুনরুদ্ধারে জোট ইতোমধ্যে জোটগত অবস্থান জানিয়েছে। বিএনপির সঙ্গে আমরাও কীভাবে সামনের দিনে নির্বাচনের ইস্যুতে জনগণের সামনে যাবো এবং সরকারের প্রতি বার্তা দেবো, তা আমাদের আলোচনায় উঠে আসবে।’

কোনও কর্মসূচি আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘যুগপৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই বিএনপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমাদের সঙ্গে আলোচনা করে স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে, এমনটি আশা করছি।’

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট: যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
সিপিবিসহ বাম দলগুলোর সঙ্গে বিএনপির সাক্ষাৎ হচ্ছে রবিবার
সর্বশেষ খবর
চাঁদপুরে দুই মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার
চাঁদপুরে দুই মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ