সহধর্মিণী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাকে উদ্ধৃত করে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, শুক্রবার বিএনপির মহাসচিব গণমাধ্যমে জানিয়েছেন তিনি স্ত্রীসহ আগামী ১৪ এপ্রিল দেশে ফিরবেন।
গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরে যান।