২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একচ্ছত্রভাবে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে।
ইতোমধ্যে ইফতার আয়োজনকে সামনে রেখে নির্বাচনি তৎপরতাও শুরু করেছেন নেতারা। তবে বিএনপির শীর্ষনেতারা খানিকটা ব্যতিক্রম। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা ঢাকায় ঈদ করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ যথারীতি লন্ডনে হচ্ছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনও রয়েছেন লন্ডনে। আর স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ওয়াশিংটনে আছেন।
শনিবার (২৯ মার্চ) শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির বাকি সদস্যরা ঢাকায় ঈদের নামাজ পড়বেন। ঈদুল ফিতরের নামাজের পর সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন সিনিয়র নেতারা।
শায়রুল কবির খান জানান, ঈদের দিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিব শুভেচ্ছা জানাতে যাবেন।
বিএনপি নেতাদের ঈদনামাজ সম্পর্কে জানা গেলেও আওয়ামী লীগের নেতারা কোথায় ঈদের নামাজ পড়বেন, এ নিয়ে কোনও তথ্য জানা যায়নি।
ক্ষমতা হারানোর পর দলটির অনেক নেতা পলাতক ও দেশের বাইরে, অনেকে কারাগারে রয়েছেন। সিনিয়র নেতাদের মধ্যে অনেকে দেশে থাকলেও তাদের প্রকাশ্যে দেখা যায়নি।
আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশনসহ সমমনা দলগুলোর নেতাদেরও আর প্রকাশ্যে পাওয়া যাচ্ছে না।
রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত, এবি পার্টি, বাংলাদেশ এলডিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতাদের কেউ ঢাকায়, কেউ নিজেদের নির্বাচনি এলাকায় ঈদ করবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বশীল মুজিবুল আলম জানান, দলের আমির ডা. শফিকুর রহমান ঢাকায় নিজ বাসায় ঈদ করবেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে জানান, তিনি ফেনী সদরের শর্শদী হাইস্কুল মাঠে (ঈদগাহ ময়দান) ঈদের জামাতে অংশ নেবেন।
জামায়াতের অন্যান্য নেতাদের মধ্যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মক্কায়, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ বাড়িতে, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ বাড়িতে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায় ঈদ উদযাপন করবেন।