একটি গোষ্ঠী সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক।
শনিবার (২৯ মার্চ) দিনব্যাপী রাজধানীর পল্লবী, গুলশান, বাড্ডা ও খিলক্ষেতসহ ৯টি এলাকায় আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসময় গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
আমিনুল বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। স্থিতিশীলতা ফেরাতে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা জরুরি। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।
আমিনুল আরও বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা মনে করি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি যুগের পর যুগ চলতে থাকবে। কিন্তু এটাকে অজুহাত বানিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনও সুযোগ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাড্ডার বেরাইদে ঢাকা মহানগর উত্তর বিএনপির ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম, মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক যুবনেতা এসএম জাহাঙ্গীর হোসেন, মো. আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ।
এরআগে সকালে পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামের আয়োজনে ও বিকালে খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সিএম আনোয়ার হোসেনের আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণে অংশ নেন আমিনুল হক।