X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
সাত দলের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

সংস্কারের টাইমফ্রেম নিয়ে কথা হয়নি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ২০:১৮আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২০:২৭

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাতটি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘ সংস্কারের টাইমফ্রেম নিয়ে কোনও কথা হয়নি। জাতিসংঘের উদ্যোগে একটা গোলটেবিল বৈঠক আহ্বান করা হয়। এখানে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ছিলেন। সংস্কার কমিশনের প্রধানরা ছিলেন। মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো, যেগুলো নিয়ে কমিশন করা হয়েছে, সে সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, এনসিপি এই সাতটি রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়। জাতিসংঘ ঢাকা অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অংশ নেন।

সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, আমরা আমাদের বক্তব্য রেখেছি। সংস্কার তো করতে হবে… আমরা সংস্কারের কথা আগেই বলেছি, সেই সংস্কার অবশ্যই করতে হবে। কিন্তু সংস্কারটা যত দ্রুত করা যায়।

সাত দলের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার আছে, সেগুলো করে ফেলা এবং দ্রুত নির্বাচন করে বাকিগুলো সংসদের মাধ্যমে করে ফেলা। সংস্কারগুলো চলমান প্রক্রিয়া সেই বিষয়গুলো আমরা বলে এসেছি।

আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের জবাব কী ছিল, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

গোলটেবিল বৈঠকে সংস্কারের বিষয়ে কোনও সময়সীমার কথা আপনারা বলেছেন কিনা প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ওখানে টাইমফ্রেম নিয়ে কথা বলার কোনও প্রয়োজন নাই। কারণ এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনের সঙ্গে কথা বলছি… তাদের সঙ্গে যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা দিয়েছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে। ফলে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে না। জাতিসংঘের মহাসচিবকে আমরা টাইমফ্রেম দিতে যাবো কেনো?

আগামী নির্বাচন নজির সৃষ্টি করবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার… আপনারা বসে রিফর্ম কী নেবেন সেটা ঠিক করেন এবং নির্বাচন যা হবে বাংলাদেশের মানুষের অনুযায়ী, বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভমেন্ট ক্ষমতায় আসে এটা তিনি আশা করেছেন। পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন এটা তিনি আশা করেন।

সংস্কারের পক্ষে আমাদের মতামত দিয়েছি

এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেন, আজকের আলোচনায় গত ৫ আগস্ট পরবর্তি যে বাংলাদেশ এবং বাংলাদেশের যে গণতন্ত্র একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিফর্ম কমিশনের প্রধানরা তাদের নিজ নিজ কমিশনের সংস্কারের সারসংক্ষেপ তুলে ধরেছেন এবং রাজনৈতিক দলগুলো তাদের দলীয় অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলেন, সংস্কার বিষয়ে এনপিসির মনে করে, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সংস্কার ও বিচার তাদের অন্যতম কমিটমেন্ট। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে তৈরি করতে হবে এবং সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ করতে হবে। সেটা জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে। আমরা জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের কথা বলেছি।

এনসিপির প্রধান বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে আমাদের যে অবস্থান গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। না হলে পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংস্কার টেকসই হবে না– ইতিহাস থেকে এটাই আমরা দেখতে পাই। আমরা দলীয় অবস্থান থেকে আমাদের কথা বলেছি।

নাহিদ ইসলাম বলেন, জাতিসংঘের মহাসচিব বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলো যাতে নিজেরাই সমঝোতায় আসে, একটা ঐকমত্যে আসে, সেটা তিনি তার জায়গা থেকে প্রত্যাশা করেছেন।

নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা মনে করি এবং আমরা এটাই বলেছি, নির্বাচন কিন্তু আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি। সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি। কোনও রকম সংস্কার ছাড়া বা সংস্কারবিহীন নির্বাচন কোনও কাজে দেবে না।

তিনি বলেন, অন্য সব রাজনৈতিক দলও এটার সঙ্গে একমত পোষণ করে। এখানে মতপার্থক্যগুলো হলো কোন সংস্কার কখন হবে, নির্বাচনের আগে কতটুকু, পরে কতটুকু হবে। আমরা মনে করি, সেটা জুলাই সনদের মধ্যে বাস্তবায়ন হলে মতপার্থক্যগুলো কেটে যাবে এবং আমরা একটা ঐকমত্যে আসতে পারবো।

গোলটেবিল বৈঠকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী উপস্থিত ছিলেন। আরও ছিলেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ইউএনএইটসিআরের আবাসিক প্রতিনিধি সুম্বুল রিজভী, আইনএলও’র কান্ট্রি ডাইরেক্টের টুমো পুটিআইনেন, ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ডমিনিকো স্কেলপেনি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি বর্ধন জং রানা, ইউএনওপিএসের আবাসিক প্রতিনিধি সুধীর মুরলীধরন, আইওএম’র মিশন প্রধান ল্যানস বনেউ, ইউনেস্কোর প্রধান নির্বাহী পরিচালক ও ইউনিসেফের আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
জনগণ রক্ত দিয়েছে কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু
সর্বশেষ খবর
চমেক শিক্ষার্থী আবিদ হত্যা মামলার ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
চমেক শিক্ষার্থী আবিদ হত্যা মামলার ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
পিএসসিকে চাপ প্রয়োগের অভিযোগ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতপিএসসিকে চাপ প্রয়োগের অভিযোগ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
অফিস আদেশে গায়েব ৩০ জনের নাম, ‘সুপারিশের ফল’ ভাবছেন ছাত্রদের একাংশ
জাবিতে জুলাই হামলাঅফিস আদেশে গায়েব ৩০ জনের নাম, ‘সুপারিশের ফল’ ভাবছেন ছাত্রদের একাংশ
ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে জরিমানা
ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে জরিমানা
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন