জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে ঘিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে হট্টগোল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনার তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ মার্চ) মার্চ রাতে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সহ-সভাপতি জহির রায়হান আহমেদের সমন্বয়ে গঠিত এ কমিটিকে সুষ্ঠু তদন্ত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
প্রসঙ্গত, গত ৫ মার্চ রাত সাড়ে ১০টায় এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে হট্টগোল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনা। এ ঘটনায় ডিএমপির ভাটারা থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে উভয়পক্ষ। এর আগে সারজিস আলম ওইদিন সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় যান। ঘণ্টা তিনেক সেখানে অবস্থান করে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ আশপাশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন। আড্ডা শেষে রাত ১০টার পর ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে সারজিস নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এসময় এনএসইউ এর ৮ নম্বর গেটের সামনে পৌঁছালে হঠাৎ একদল লোক সারজিসের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন। তার সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নীচু মানের দালাল বলে উক্তি করতে থাকেন। এসময় সারজিসও দাঁড়িয়ে পড়েন। উভয়পক্ষের মধ্যে তখন চিৎকার-চেঁচামেচি ও উত্তেজনা শুরু হয়। সারজিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা দালাল বলা যুবকদের দিকে তেড়ে যান। এ সময় দু’পক্ষের মধ্যেই শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। তখন সারজিস আলম উভয়পক্ষকে থামানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই উত্তেজনা হাতাহাতিতে রূপ নেয়। অবস্থার বেগতিক দেখে তখন কিছু দূর হেঁটে তার গাড়িতে উঠে চলে যান সারজিস। তখন তার পেছনেও ধাওয়া শুরু করে কয়েকজন। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ ওই ভিডিও পোস্ট করে লিখেছেন- জাতীয় নাগরিক পার্টি গঠনের পর সারজিস আলম বসুন্ধরা এলাকায় শোডাউন দিতে এসেছিলেন। তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরবর্তী সময়ে সারজিস আলমের পক্ষ থেকে অভিযোগ করা হয় কতিপয় টোকাইকে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্বে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন আহমেদ শাকিল।