X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

সুশিক্ষিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে নতুন প্রজন্ম: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৯:০১আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:০১

সুশিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ পরিচালনা করবে নতুন প্রজন্ম, এমন মতামত ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  আবদুল মঈন খান। তিনি বলেন, ‘একথা বলার অপেক্ষা রাখে না, এই দেশ নতুন প্রজন্মের দেশ… আমরা নতুন প্রজন্মের দিকে তাঁকিয়ে আছি। তারা এদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণ করবে। এটা কিন্তু কারও বলে দেয়ার অপেক্ষা রাখে না, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম… একজন ‍যাবে, আরেকজন আসবে।’

তিনি আরও বলেন, ‘এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের ওপরে আমাদের রয়েছে যে, এই নতুন প্রজন্ম সত্যিকারভাবে সুশিক্ষিত হতে আবার ক্লাসে ফিরে যাবে। যারা লেখাপড়া শেষ করেনি, তারা লেখা-পড়া সম্পন্ন করবে। দেশ পরিচালনার যে গুরু দায়িত্বে, সেই গুরুদায়িত্ব পালনে প্রস্তুতি নেবে এবং তারা জনগণের ভোট নিয়ে দেশ পরিচালনা করবে— সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে, এটাই আমাদের প্রত্যাশা।’

বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ এই সহযোগী সংগঠনটি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে আবদুল মঈন খান  শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনা হবে: শামা ওবায়েদ
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
সর্বশেষ খবর
‘এ’ দলের সিরিজের স্কোয়াডে মোসাদ্দেক-সোহানরা
‘এ’ দলের সিরিজের স্কোয়াডে মোসাদ্দেক-সোহানরা
এআই দক্ষতায় বাংলাদেশের অবস্থান ১১৩ তম, বিসিআই বলছে এখনই প্রস্তুতির সময়
এআই দক্ষতায় বাংলাদেশের অবস্থান ১১৩ তম, বিসিআই বলছে এখনই প্রস্তুতির সময়
ঘটনাবহুল ম্যাচে ১০ জনের মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী
ঘটনাবহুল ম্যাচে ১০ জনের মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী
‘উচ্চশিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে পদ্ধতিগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে’
‘উচ্চশিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে পদ্ধতিগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে’
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা