X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

এখনও স্বৈরাচারের দোসররা আমাদের মধ্যে বাস করছে: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৯:৩৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২২:২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বর্তমান সময়ে আমরা স্বস্তিতে নাই। এখনও স্বৈরাচারের দোসররা আমাদের মধ্যে বাস করছে। বিভিন্ন জায়গায় তারা অস্থিরতা সৃষ্টি করছে। তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে। আমরা একটা কঠিন সময় পার করছি। যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এ জাতি ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে, ছাত্রসমাজ বুকের রক্ত দিয়ে দেশকে দুঃশাসনমুক্ত করেছে, একইভাবে আবার ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ জিয়ার স্বপ্নের সাম্য, অধিকার, মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

রবিবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে শেরেবাংলা একে ফজলুল হক ফাউন্ডেশন।

সভায় খালেদা জিয়া প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, ‘খালেদা জিয়াকে দীর্ঘদিন মিথ্যা মামলা দিয়ে ধুঁকে ধুঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাকে এখনও বিদেশে অবস্থান করতে হচ্ছে। তার মামলা এখনও প্রত্যাহার করা হয়নি। আমরা তার মামলা প্রত্যাহারের দাবি করছি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘শেরেবাংলা প্রথম বাংলাদেশের স্বাধীনতার মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলেন। কিন্তু তাকে আমারা এখন স্মরণ করি না। দেশ এগিয়ে যাওয়ার পেছনে রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক ও মাওলানা ভাসানী। কিন্তু তাদের কথা নতুন প্রজন্ম জানেন না। তারা জন্মগ্রহণ করেছিল বলেই ব্রিটিশ থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশ পেয়েছি। আমরা যদি শেরেবাংলার আদর্শ অনুসরণ করতে পারতাম, তাহলে বাংলাদেশে ৩৬ জুলাই আসতো না। এত মানুষের রক্ত ঝরতো না। এত শোষিত মানুষের কান্না শোনা যেতো না। স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাবোধ শেরেবাংলা আমাদের মাঝে প্রতিষ্ঠা করে গিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে যুদ্ধের সময় অনেক লোক মারা যেতো। তিনি শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। যুদ্ধ শেষ করে তিনি আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। ব্যারাক থেকে বাংলাদেশের জনগণ তাকে আবার উঠিয়ে এনেছেন, স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে ঝুড়িভর্তি ফসল উৎপাদন করে বিশ্বের বুকে বাংলাদেশকে মর্যাদায় আসীন করেন।’

শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে এসময় আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. শামীম আহমেদ ফজলুল হক প্রমুখ।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: ফারুক
নির্বাচন পেছানোর চক্রান্ত দেখছে ১২ দলডিসেম্বরে নির্বাচন আদায়ে ‘সর্বদলীয় জনমত’ গঠনে বিএনপি
‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’
সর্বশেষ খবর
‘আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
‘আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্ট গণহত‍্যাশেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি