বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়েছে, অত্যন্ত উদ্বেগের সঙ্গে জ্ঞাত হয়েছি যে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে বানোয়াট ডিও (ডিমান্ড অর্ডার) লেটার তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রদান করা হচ্ছে— যা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় দফতর থেকে এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো বার্তায় উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য। যেসব মন্ত্রণালয়ে এ ধরনের ডিও লেটার পাওয়া যাবে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে— তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য।