বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বস্তরে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনি ও দেশের সশস্ত্র বাহিনী দেশের সর্বস্তরের জনগণের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল গুরুত্বপূর্ণ স্থানে জনগণের নিরাপত্তা, তাদের সম্পদ ও সকল ধর্মীয় স্থাপনার সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের টহল ও প্রহরা নিশ্চিত করুন।
সোমবার (৫ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল জানান, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার মুক্তির এই অর্জন যেন কোনও সুযোগসন্ধানী গোষ্ঠীর অপতৎপরতায় নষ্ট না হয় সেটা নিশ্চিত করতে আপনার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের উদাত্ত আহ্বান জানাচ্ছে।