X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

‘সরকারের পরামর্শে’ খালেদা জিয়ার মুক্তির  জন্য আইনি লড়াইয়ে যাবে বিএনপি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ২১:০৪আপডেট : ০১ জুলাই ২০২৪, ২১:৫১

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শনিবার (২৯ জুন) বিএনপিকে পরামর্শ দিয়েছিলেন, খালেদা জিয়ার ইস্যুতে বিএনপিকে উচ্চ আদালতে যেতে। তার বক্তব্যের দুদিন পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু দিনের মধ্যে তারা বিচার বিভাগের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার চেষ্টা করবেন।

সোমবার (১ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আবারও আইনি উদ্যোগ নেবে বিএনপি। কিছু দিনের মধ্যেই তারা বিচার বিভাগের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার চেষ্টা করবেন।

এর আগে, গত শনিবার (২৯ জুন) ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি এ বিষয়ে (খালেদা জিয়ার মুক্তি) আইনি প্রক্রিয়া অনুসরণ না করে, উচ্চ আদালতে না গিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে।

সোমবার জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ‘আমরা সুপ্রিম কোর্ট ও ঢাকা কোর্টের আইনজীবীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছি, আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।’

তিনি বলেন, ‘দেশে আইনের শাসন, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আজকে শপথ নিয়েছি। ইনশাআল্লাহ, অল্প কিছু দিনের মধ্যে আমরা চেষ্টা করবো বিচার বিভাগের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য এবং সেজন্য সব আইনজীবী প্রস্তুত আছে। ইনশাআল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবীরা ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা আল্লাহর রহমতে সাকসেসফুল হবো।’

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুলসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা পরে সোমবার রাতে এ বিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার কী পরামর্শ দেবে। আমি জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পেয়েছি। এটা আইনজীবীদের বৃহৎ একটি সংগঠন। আমাকে এটার সভাপতি করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে মোকাবিলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে ওবায়দুল কাদেরের বক্তব্যের সঙ্গে কোনও মিল নেই।’

প্রসঙ্গত, গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবার (২৩ জুন) অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তার হৃদপিণ্ডে ‘পেসমেকার’ বসানো হয়।

খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে তিনটি ব্লক থাকায় আগে একটা রিং পরানো হয়েছিল। পরে বিদেশি চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়। এরপর থেকে স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা।

বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়ে আগেও সরকারের তরফে নানা পরামর্শ দেওয়া হয়েছে। কখনও আবেদন করার বিষয়েও মতামত দিয়েছেন একাধিক মন্ত্রী।

গত বছরের ২৫ সেপ্টেম্বর সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ (১)-এর ধারার ক্ষমতাবলে শর্তযুক্তভাবে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। ফলে খালেদা জিয়াকে আগে যে শর্তযুক্ত মুক্তি দেওয়া হয়েছিল, সেটি বাতিল করতে হবে। বাতিল করে স্ব-অবস্থানে (আগের অবস্থায়) যাওয়ার পর আবার অন্য বিবেচনা করা যাবে।’

সরকারের ওই অবস্থান জানার পর ওই বছরের ২৭ সেপ্টেম্বর বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘বেগম জিয়াকে বিদেশে পাঠানোর জন্য নতুন করে আদালতে যাওয়ার সুযোগ নেই। বেগম জিয়াকে যে আইনে মুক্তি দেওয়া হয়েছে, তা হয়েছে সরকারের নির্বাহী আদেশে। সেক্ষেত্রে এখনও ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়টি নির্বাহী আদেশেই হতে হবে।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘ফিরোজা’য় ফিরেছেন খালেদা জিয়া
সন্ধ্যার দিকে বাসায় ফিরবেন খালেদা জিয়া
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ব্রিটেনে আজ ভোট, রেকর্ড জয়ের পথে লেবার পার্টি
ব্রিটেনে আজ ভোট, রেকর্ড জয়ের পথে লেবার পার্টি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
উপকূল এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ভেঙে গেছে জানালার গ্লাস
উপকূল এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ভেঙে গেছে জানালার গ্লাস
সর্বাধিক পঠিত
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
কোটা বাতিলের দাবিতে আন্দোলনঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?
ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?