X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৬ আষাঢ় ১৪৩১

যুগপৎ আন্দোলন যুগান্তকারী, শিগগিরই আলোচনা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ২১:৪৩আপডেট : ২৮ জুন ২০২৪, ২২:০৩

‘দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন খুব জরুরি। আমরা এটাকে আলাদা করে দেখতে চাই না, গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘অনেকেই বলতে চান যে ‘বিএনপির নেতা’। কিন্তু তিনি কেবল বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং তার সংগ্রামের ভিত্তিই হচ্ছে গণতান্ত্রিক। তিনি সংগ্রাম করেছেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, দেশের গণমাধ্যমকে অনেক স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছিলেন।’

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা ও পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশ সবচেয়ে বড় একটি সংকটের মধ্যে পড়েছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে দেশের যে সার্বভৌমত্ব, তা হুমকির সম্মুখীন হয়েছে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন; তিনি এখনও আটক অবস্থায় আছেন। যিনি মৃত্যুর সঙ্গে সংগ্রাম ও লড়াই করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন খুব জরুরি। আমরা আলাদা করে দেখতে চাই না, গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত।’

আন্দোলন সফল হবেই, শিগগিরই যুগপতের আলোচনা
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি এই আন্দোলন ব্যর্থ হবে না, আন্দোলনে আমরা অবশ্যই সফল হবো। কারণ, জনগণের পক্ষের যে আন্দোলন; সত্যের পক্ষের যে আন্দোলন; ন্যায়ের পক্ষে যে আন্দোলন; রাষ্ট্রকে রক্ষা করার যে আন্দোলন; সমাজকে রক্ষা করার যে আন্দোলন, এটা কখনও ব্যর্থ হতে পারে না।’

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা তার মুক্তির জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছি। কাল সমাবেশ আছে। এটা স্পেসিফিক রেখেছি যে এটা সিম্বলিক; দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিন্নভাবে দেখতে চাই না। তিনি সিনোরমাস অব ডেমোক্রেসি। সেই ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য, তাকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন শুরু করেছি। অতি শিগগিরই আমরা একসঙ্গে যারা গণতন্ত্রের সংগ্রাম করেছি, তারা বসে আলাপ-আলোচনা করে ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি, দখলদার সরকারকে সরিয়ে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে সফল হবো।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সবশেষে তিনি (খালেদা জিয়া) কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে মেনে নিয়েছিলেন। মেনে নিয়ে তিনি সংবিধান দিয়েছেন। যেটা আমাদের গণতান্ত্রিক কালচার নির্মাণ করার অনেক বড় সহায়ক ভূমিকা পালন করেছে। দুর্ভাগ্য যে আবারও আওয়ামী লীগের হাতেই সেটা ধ্বংস হয়েছে। সে জন্য আমি মনে করি যে কাজটা আমরা করতে সক্ষম হয়েছি, সব রাজনৈতিক দল একমঞ্চে উঠতে না পারলেও যুগপৎভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তকে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা যুগান্তকারী সিদ্ধান্ত।’

‘সব রাজনৈতিক দল নিজ নিজ অবস্থানে থেকে রাজনীতিকে পুরোপুরিভাবে একদিকে রেখে মূল লক্ষ্য দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। সেই লক্ষ্যেই আমরা একসঙ্গে কাজ করছি,’ বলেন মির্জা ফখরুল।

এ সময় আন্দোলনে শরিক হওয়ার জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক নেতাদের ধন্যবাদ জানান। অতিথিদের অভ্যর্থনা জানিয়ে গত দুই দশক পার্টির আন্দোলন-সংগ্রামে নৈতিক সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার রুমিন ফারহানা, গণফোরাম (একাংশ) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, দলের উপদেষ্টা খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, এলডিপির সহসভাপতি ড. নেয়ামুল বসির, ১২-দলীয় জোটের নেতা এহসানুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আখন্দ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, কবি মোহন রায়হান।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
১০৩ বছরে কোথায় পৌঁছালো ঢাকা বিশ্ববিদ্যালয়?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম জন্মদিন আজ
‘প্রত্যয়’ নিয়ে কেন ‘সংশয়ে’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা?
সর্বশেষ খবর
জর্জিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন
জর্জিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন
দেশে ‘জ্বালানি সুবিচারের’ দাবিতে ক্যাবের নাগরিক সংলাপ
দেশে ‘জ্বালানি সুবিচারের’ দাবিতে ক্যাবের নাগরিক সংলাপ
আপত্তিকর ছবি তুলে টাকা আদায়, বাধ্যতামূলক অবসরে এএসপি
আপত্তিকর ছবি তুলে টাকা আদায়, বাধ্যতামূলক অবসরে এএসপি
হারতে বসা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
হারতে বসা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?