X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
নেতাকর্মীদের ‘সতর্ক’ থাকার বার্তা

বিএনপি ও বিরোধী দলগুলোর নতুন কর্মসূচি আসছে বুধবার

সালমান তারেক শাকিল
১৮ জুলাই ২০২৩, ২২:৩৮আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২২:৩৮

সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম কর্মসূচি শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি ও দলটির সঙ্গে যুগপতে যুক্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজধানীর আটটি পয়েন্টে অনুষ্ঠিত পদযাত্রায় মানুষের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব যুগপতে যুক্ত রাজনৈতিক দল ও জোটের। তারা মনে করে, সরকার পতনের বিক্ষোভে নেমেছে মানুষ। এরই প্রতিফলন দেখা গেছে পদযাত্রায়। প্রথম দিনের কর্মসূচি নিয়ে সন্তুষ্ট হলেও পদযাত্রার দ্বিতীয় দিনে (বুধবার) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও বিরোধী দলগুলো।

মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপি ও একাধিক বিরোধী দলের প্রধানদের সঙ্গে আলাপকালে এসব বিষয় উঠে আসে। নেতারা এও মনে করেন, কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বাইরে দুই জনের মৃত্যু, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, রংপুরে হামলা, রাজধানীতে সংঘর্ষের ঘটনা অস্বাভাবিক। মঙ্গলবার দিনব্যাপী সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণকে গভীরভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি নেতাদের কেউ কেউ এর পেছনে ‘রহস্যের’ সন্ধান করছেন।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, এসব ঘটনায় সরকারের লোকেরা যুক্ত। কোনও কোনও নেতা ‘কর্মসূচিকে স্যাবোটাজ’ করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলেও মত দিয়েছেন।

গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আ স ম আবদুর রব দলের একাধিক দায়িত্বশীল নেতা বাংলা ট্রিবিউনকে জানান, মিরপুরে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ, ঢাকার বাইরে দুই জনের মৃত্যু, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, রংপুরে হামলাসহ বিভিন্ন স্থানে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে দলের বিভিন্ন স্তরে বার্তা পাঠানো হয়েছে, সতর্ক থেকে রাজনৈতিক সভায় যোগ দিতে। মোবাইলফোনের ক্যামেরা ব্যবহারের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

‘এসব ঘটনাকে এখন এড়ানো যাবে না’, বলে মত দিয়েছেন স্থায়ী কমিটির একজন সদস্য।

মঙ্গলবার বিকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পদযাত্রায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ হয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ রকম (মিরপুরে সংঘর্ষ) কত কিছু ঘটে…।’

পদযাত্রা খুব ভালো হয়েছে, বলে প্রতিক্রিয়া দেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আগামীকাল বুধবার পদযাত্রার দ্বিতীয় দিন।’

এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি বলেন, ‘আজ  পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের চট্টগ্রাম ও রংপুর জেলার কর্মসূচিতে হামলা এবং দেশব্যাপী বিভিন্ন স্থানে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে হামলা চালিয়ে অন্ততপক্ষে ২ জনকে হত্যা ও অসংখ্য নেতাকর্মীকে আহত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। এসব হামলার ঘটনায় এই সরকারের ফ্যাসিবাদী চেহারা যেমন আবারও উন্মুক্ত করেছে, তেমনই সরকার যে নার্ভাস হয়ে পড়েছে, তারও প্রকাশ ঘটিয়েছে।’

মঙ্গলবার রাজধানীতে গণঅধিকার পরিষদের পদযাত্রা নতুন কর্মসূচি আসছে বুধবার

সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম দফা কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার। এদিন রাজধানীতে মঙ্গলবারের মতো দিনব্যাপী পদযাত্রা হবে। এতে বিএনপি ও দলটির সঙ্গে যুগপতে যুক্ত দলগুলোও অংশগ্রহণ করবে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাবেন দিনাজপুরে। রাজধানীতে দলের বক্তব্য তুলে ধরবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপি ও বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় বুধবারের পদযাত্রার সমাপনী শেষে নতুন কী কর্মসূচি আসবে, সে সম্পর্কে বিএনপির পক্ষ থেকে বিরোধী দলগুলোকে জানানো হয়নি। তারা অনেকে আশা করছেন, বুধবার সকাল নাগাদ নতুন কর্মসূচি নির্ধারণ করা হবে।

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের একাধিক শীর্ষ পর্যায়ের নেতা জানান, নতুন কর্মসূচি ঢাকাকেন্দ্রিক হবে। গণমিছিল, সমাবেশ, বিক্ষোভের নতুন কর্মসূচি আসতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২২ জুলাই আমাদের তারুণ্যের সমাবেশের কর্মসূচি আছে। নতুন কর্মসূচিও আসবে।’

এ বিষয়ে এখনও (মঙ্গলবার রাত ৯টা) কোনও আলোচনা হয়নি বলে জানান মাহমুদুর রহমান মান্না।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘আমরা আজ রাতে বা কালকে সকালে আলোচনা করবো। অবস্থান, গণমিছিল, সমাবেশ প্রভৃতি ধরনের কর্মসূচি আসতে পারে।’

গণফোরাম ও পিপলস পার্টির পদযাত্রায় দুই দলের নেতাকর্মীরা প্রসঙ্গত, বুধবার পদযাত্রার দ্বিতীয় দিনেও যুগপতে যুক্ত দলগুলো অংশগ্রহণ করবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির পদযাত্রা শুরু হবে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে, উত্তরার আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত। এতে বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বক্তব্য দেবেন।  গণতন্ত্র মঞ্চ পদযাত্রা শুরু করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, কমলাপুর রেল স্টেশনে গিয়ে শেষ হবে। ১২ দলীয় জোট বিকাল ৪টায় কমলাপুর স্টেডিয়াম থেকে,  জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে, ‘গণফোরাম ও পিপলস পার্টি’ দুপুর ৩টায় মতিঝিলে নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর সামনে থেকে, ‘এলডিপি’ দুপুর ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলীয় অফিসের সামনে থেকে, ‘লেবার পার্টি’ পুরানা পল্টনের কস্তুরি হোটেলের গলি থেকে সকাল ১১টায়, বাংলাদেশ সাধারণ ছাত্র গণঅধিকার সংরক্ষণ পরিষদ বিকাল ৪টায় শাহবাগ থেকে, ‘সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট’ পুরানা পল্টন মোড় থেকে সকাল ১১টায় পদযাত্রা। শুরু করবে।

/এপিএইচ/
সম্পর্কিত
অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ
যুদ্ধ ছাড়া কোনও দেশে শিশুহত্যা হয় না, জুলাই-আগস্টে বাংলাদেশে হয়েছে: তারেক রহমান
টোল প্লাজায় বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সমকালীন ফিলিস্তিনি গল্পনুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন