X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

সংবিধান কোনও ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৯

সংবিধানের জন্য দেশ নয়, দেশের জন্যই সংবিধান মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগে দেশ স্বাধীন হয়েছে, তারপর সংবিধান রচিত হয়েছে। সংবিধান জনগণের জন্য, কোনও ব্যক্তি বা দলের জন্য নয়। সংবিধান কোরআন, বাইবেল, গীতা অথবা অন্য কোনও ধর্মগ্রন্থ নয় যে তা পরিবর্তন করা যাবে না। এটি  পরিবর্তন করা যায়।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই, সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। যেখানে দেশের সাধারণ জনগণ, যারা দেশের মালিক, তারা তাদের সুচিন্তিত মনে নিরাপদে, নির্বিঘ্নে দিনের ভোট দিনে দেবে, যাকে খুশি তাকে দেবে। এই দাবিতেই আমাদের আন্দোলন-সংগ্রাম।

তিনি বলেন,  সংবিধান মতে দেশ চলছে না। সংবিধানের মতো যদি দেশ চলতো, তাহলে দিনের ভোটে রাতে পুলিশ সিল মারতো না। পুলিশের দায়িত্ব নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দেওয়া। সেই পুলিশই কিনা আগের রাতে এমন সিল মারলো। সেই নির্বাচনে কোথাও কোথাও ১০০ ভাগেরও বেশি ভোট পড়লো। সেই নির্বাচনে মরা মানুষ, জীবিত মানুষ, বিদেশি মানুষ সবাই ভোট দিতে পারলো। এমনকি যারা ভোটার হয়নি, তারাও ভোট দিলো।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ইদানিং বলেন, ভোট চোরদের মানুষ বিশ্বাস করে না। আপনারা (আওয়ামী লীগ) স্বঘোষিত ভোট চোর, ভোট ডাকাত। সুতরাং, আপনাদের মানুষ বিশ্বাস করে না। আপনাদের অধীনে কোনও নির্বাচন হবে না।

গয়েশ্বর বলেন, জনগণের প্রতি যদি আস্থা থাকে, যদি বিশ্বাস করেন দেশের মালিক জনগণ, তাহলে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করবেন। নির্বাচনের মাধ্যমে সরকার ব্যবস্থার যাতে পরিবর্তন ঘটে, সেই দিকে আপনি (প্রধানমন্ত্রী) নজর দেবেন আশা করি। তা না হলে জনগণ সিদ্ধান্ত নেবে কীভাবে আপনাকে পদত্যাগ করাতে হয়, কীভাবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায় করতে হয়৷

জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, সহসভাপতি লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
একলা নির্বাচন করলে ৩ সিট পাবে না, ৩০০ সিটের পাওয়ার দেখাইতেছে: ফজলুর রহমান
মদপানে স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯ জন
ইশরাক কি ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন?
সর্বশেষ খবর
দুর্ঘটনায় মারা গেছেন মা-বাবা, হাসপাতালে শিশু কন্যা
দুর্ঘটনায় মারা গেছেন মা-বাবা, হাসপাতালে শিশু কন্যা
চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় একজনকে গণপিটুনি
চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় একজনকে গণপিটুনি
রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, রামপুরা থানায় মামলা
রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, রামপুরা থানায় মামলা
শাহজালাল বিমানবন্দরে অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ 
শাহজালাল বিমানবন্দরে অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ 
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন