চীনের কাছ থেকে চড়া সুদে লোন (ঋণ) নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘এই পদ্মা সেতুর মধ্যে একটি প্রতীকী জিনিস ভেসে ওঠে, সেটি হলো আওয়ামী লীগের দুর্নীতি। কারণ, এই সেতু অত্যন্ত অল্প সুদে বিশ্বব্যাংক বানাতে চেয়েছিল। কিন্তু তখন আওয়ামী লীগের উপদেষ্টা, মন্ত্রীরা নিজেদের প্যাডে টাকা চেয়েছে। বলেছে ‘এই টাকা অমুক কোম্পানিকে দিতে হবে’। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যদি জড়িত থাকে তাহলে কি এটা প্রমাণিত হয় না যে সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতির সঙ্গে জড়িত।’
বুধবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী আহমেদ এসব কথা বলেন।
‘নিজস্ব অর্থায়নে কোনও কিছু করার দৃষ্টান্ত বর্তমান প্রধানমন্ত্রীর নেই’ দাবি করে রিজভী বলেন, ‘নিজস্ব অর্থায়নে তিস্তা ব্যারেজ করার দৃষ্টান্ত আছে কেবল জিয়াউর রহমানের। আপনার (প্রধানমন্ত্রীর) দৃষ্টান্ত দুর্নীতি, লুটপাট আর হরিলুটের।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পরও মানুষের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই, মা-বোনদের অধিকার, নিরাপত্তা নেই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দেশ দিয়েছিলেন, সেই দেশ আজ অনুপস্থিত। তিনি বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।’
বিদেশি ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘এই ঋণের টাকা জনগণকেই পরিশোধ করতে হবে। উচ্চ হারে সেই সুদ পরিশোধ করতে হবে। প্রত্যেক শিশুর ওপর ঋণের বোঝা ঘুরছে। মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে আন্দোলন করবো। আমরা ভয় পাই না।’
সংগঠনের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাবেক নেতা মোর্তাজুল করিম বাদরু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষক দলের সাবেক নেতা শাহজান মিয়া সম্রাট প্রমুখ বক্তব্য দেন।