বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের পদের পেছনে দৌড়াদৌড়ি না করার আহ্বান জানিয়েছেন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
শুক্রবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সাবেক কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের এ পরামর্শ দেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘পদের জন্য দৌড়ানো অত্যন্ত অমর্যাদার বিষয়। পদের জন্য আপনি যার কাছে তদবির করছেন তিনি আপনাকে কতখানি ঘৃণা করছেন তা কল্পনাও করতে পারবেন না। তাই আপনারা পদের পেছনে না ছুটে নিজেদের নেতা হিসেবে যোগ্য করে গড়ে তুলুন। তখন পদ আপনাদের পেছনে দৌড়াবে। আর যোগ্যতা অনুযায়ী যদি পদ লাভ করেন, তাহলে সেই পদের মর্যাদা পাবেন।’
শ্রমিক নেতা কাশেম চৌধুরীর স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘কাশেম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তিন বছর শ্রমিক দলের নেতৃত্ব দেন। আজ এ রকম নেতৃত্ব আমাদের মাঝে নেই, আমরা তাদের প্রয়োজনীয়তা অনুভব করি। তাই শ্রমিক দলকে শক্তিশালী করতে তাদের মতো নেতৃত্ব তৈরি করতে হবে।’
জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার, পল্লী উন্নয়ন সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, উপদেষ্টা আবুল খায়ের খাজা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার প্রমুখ।