X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘সব জামায়াত-শিবিরের তাণ্ডব, সত্য বেরিয়ে আসবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৪, ১৫:২৭আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৬:২৬

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় নিরীহ মানুষ হত্যা শিকারের দায় বিএনপি-জামায়াতের বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুলিশ ও সাধারণ মানুষ কোনও হত্যায় অংশ নিতে পারে না মন্তব্য করে তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

গত কয়েকদিনের সহিংসতায় কতজন মারা গেছে এমন সংখ্যা আছে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আমরা মৃত্যুর তালিকা...পত্র-পত্রিকায় দুশোর মতো বা দুশো’র চেয়ে একটু বেশি। আমরা এটার খোঁজ-খবর নিচ্ছি। অনেক জায়গায়... জাহাঙ্গীরের (গাজীপুরের সাবেক মেয়র) সঙ্গে জুয়েল নামে একটি ছেলে সবসময় থাকতো, তাকে উত্তরায় মেরে লাশ লটকিয়ে রাখা হয়েছে। কি বর্বর! নৃশংসতা! পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, অনেক নিরীহ মানুষ মারা গেছে। জানালা দিয়ে বাইরের দৃশ্যপট দেখছিল...বাচ্চা যখন তাকালো, সেই বাচ্চা গুলি খেয়ে মারা গেল। তারপরে এ ধরনের ঘটনা আরও অনেক ঘটেছে। রাস্তায় বেরিয়েছে। নিষ্পাপ, নির্বোধ শিশু, কিছুক্ষণ পর দেখা গেল সেও লাশ হয়ে পড়েছিল। এরকম ঘটনা অনেক আছে। এগুলো জামায়াত-শিবিরের তাণ্ডব। আমরা খোঁজ-খবর নিচ্ছি। সময়মতো সাংবাদিকেরাও নিচ্ছেন। সব সত্য বেরিয়ে আসবে।

আপনি বলেছেন অনেকেই রাস্তায় বের হয়ে, জানালা দিয়ে দেখার সময় গুলি খেয়ে মারা গেছে। এগুলোর বেশিরভাগই গানশর্টে মারা গেছে। তাহলে আপনি কি বলেছেন জামায়াত-শিবিরের হাতে অস্ত্র ছিল? সেটা কি উদ্ধার করেছেন– সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, জামায়াত-শিবিরের হাতে অস্ত্র ছিল। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও চলছে (উদ্ধার অভিযান)। উদ্ধার হবেই। এদের নির্দেশদাতা ও হোতারা কিন্তু গ্রেফতার হয়েছে। রিমান্ডে আছে। অনেক সত্য বেরিয়ে আসবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা তো রাজনৈতিকভাবে মোকাবিলা করছি। প্রশাসনিকভাবে মোকাবিলা করছি। আপনাদেরও সহযোগিতা আমরা চাই। এ অপশক্তি সবারই শত্রু। সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।

তিনি বলেন, একাত্তর, পঁচাত্তর, ৩ নভেম্বর, ২১ আগস্টের খুনি, ২০১৩, ১৪, ১৫ এবং সর্বশেষ ২০২৪ সালে একই বিশ্বাসঘাতক, একই খুনি, এরা হচ্ছে বিএনপি-জামায়াত। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গিগোষ্ঠীর সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে সারা দেশে পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপিয়েছে।

কোনও সাধারণ শিক্ষার্থী দেশবিরোধী ধ্বংসযজ্ঞ চালাতে পারে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, পুলিশ ও সাধারণ মানুষ কোনও হত্যায় অংশ নিতে পারে না। আমরা কোনও অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি হত্যার বিচারবিভাগীয় তদন্ত হবে। প্রধানমন্ত্রী এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

/এমআরএস/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
কিছু বিষয় অনিশ্চিত হয়ে পড়েছে, সমাধানে দরকার রাজনৈতিক ঐক্য: মির্জা ফখরুল
রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত বিএনপির
রাজধানীতে ঝটিকা মিছিলনিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
শাহাদাত বার্ষিকীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে স্মরণ
শাহাদাত বার্ষিকীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে স্মরণ
এবার উলভসের কাছে হার ম্যানইউর, আর্সেনালের উড়ন্ত জয়
এবার উলভসের কাছে হার ম্যানইউর, আর্সেনালের উড়ন্ত জয়
হাঙ্গেরিতে অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তাহসিন
হাঙ্গেরিতে অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তাহসিন
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ