X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

এনসিপি'র ইফতারে যারা এলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ২১:১৪আপডেট : ১১ মার্চ ২০২৫, ২১:৪৯

দল মত ঐক্য নির্বিশেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে নতুন এই দলটি।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক‌, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, আশরাফ আলী আকন, হেফাজত নেতা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি; নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাম গণতান্ত্রিক জোটের রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের আমির ও এবি পার্টির নতুন সভাপতি মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের, ছাত্র ফেডারেশনের সৈকত আরিফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে অ্যাক্টিভিস্ট জাহেদুর রহমান, লেখক মূসা আল হাফিজ, ধর্মীয় আলোচক হাবিবুর রহমান মিসবাহ, কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পী বদরুজ্জামান, আবু রায়হান, গুম হওয়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, সাংবাদিক মাসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিল কেমন লেগেছে বাংলা ট্রিবিউনের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, বেশ ভালো লেগেছে।

একই প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও মাথা নেড়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এনসিপি'র ইফতারের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, এনসিপি'র আজকের আয়োজন বেশ ভালো লেগেছে। সকলের উপস্থিতিতে আয়োজনটা প্রাণবন্ত ছিল। নতুন দল হিসেবে তাদের কাছে জনগণের প্রত্যাশা একটু বেশি। জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখে ছিল তাদের অনেকেই এই দলে যুক্ত আছে‌। এই দল যদি ছাত্র জনতার যে ঐক্য ছিল, তা ধরে রাখতে পারলে তারা ভালো করবে।

এনসিপি'র সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনও পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এনসিপি'র রাজনৈতিক যে পরিকল্পনা সেটা আমাদের সামনে আসেনি। তারা নির্বাচনকে নিয়ে কী ভাবছে সেটা সামনে আসলে বলতে পারবো।

এনসিপি'র ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, এনসিপিকে আমরা শুরুতেই আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানিয়েছি। আমরা চাই তারুণ্য নির্ভর বাংলাদেশ নির্মাণ। আমরা চাই তারা সততার সঙ্গে রাজনীতিতে চলুক।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। 

/এএইচএস/এমকেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
বিএনপির সঙ্গে বৈঠকডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি সিপিবি ও বাসদের
কিছু বিষয় অনিশ্চিত হয়ে পড়েছে, সমাধানে দরকার রাজনৈতিক ঐক্য: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
শাহজালালে ৬ মাসে ১০ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ
শাহজালালে ৬ মাসে ১০ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার